কম দামে বেশি অপরিশোধিত তেল আমদানির সুযোগ রয়েছে ভারতের সামনে। ফাইল চিত্র।
রাশিয়া থেকে দ্বিগুণ তেল আমদানি করতে চলেছে ভারত। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আন্তর্জাতিক স্তরে বেশ কিছু দেশ রুশ জ্বালানি তেল আমদানি বন্ধ রেখেছে।এর ফলে উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগাতেই ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আমদানি দ্বিগুণ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
অতিরিক্ত অপরিশোধিত খনিজ তেল আমদানি করতে তৎপরতা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, দেশের সংস্থাগুলি ছ’মাস মেয়াদের চুক্তি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যেমন তেলবাহী কন্টেনার সংগ্রহ, বিমা সংক্রান্ত নানা খুঁটিনাটির প্রস্তুতি।
ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা বা রিলায়্যান্সের মতো বেসরকারি সংস্থাগুলি সরাসরি রুশ সংস্থা রসনেফ্টের সঙ্গে আমদানির ব্যাপারে সরাসরি চুক্তি করতে পারে বলে খবর।
প্রসঙ্গত আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নের মতো দেশ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করায় রাশিয়ার অপরিশোধিত তেল চিন এবং ভারতের মতো দেশে বেশি আসতে শুরু করে। অন্য দিকে আমদানি বন্ধ করা দেশগুলি আরব আমিরশাহির মুখাপেক্ষী হয়ে পড়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy