বিজয় মাল্য থেকে নীরব মোদী, চিট ফান্ড কেলেঙ্কারি থেকে রোটোম্যাক কর্তা, ব্যাঙ্ক জালিয়াতি—দুর্নীতির ধাক্কায় পদে পদে হোঁচট খাচ্ছে নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ অভিযান। সম্প্রতি ‘কোরাপসন পারসেপসনস ইনডেক্স’-এর র্যাপঙ্কেও উঠে এসেছে ভারতের নাম। দুর্নীতির তালিকায় বিশ্বের মধ্যে এগিয়ে রয়েছে কোন দেশ? আবার, কোন দেশের ভাবমূর্তি এখনও অনেক স্বচ্ছ? জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।
বিশ্বের ১৮০টি দেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’। সাংবাদিক হত্যা,সরকারি প্রকল্প, অর্থনীতি ইত্যাদি নানা বিষয়ে দুর্নীতিকে কেন্দ্র করে প্রতি বছরই এই সমীক্ষা চালানো হয়। ‘গ্লোবাল কোরাপসন পারসেপসনস ইনডেক্স ২০১৭’-র তালিকায় দেখা গিয়েছে এশিয়া প্যাসিফিকের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি হল ভারত।