রুশ-ইউক্রেন যুদ্ধে সাময়িক ভাবে দাঁড়ি পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রস্তাবে তাঁরা রাজি, এ কথা জানালেও কী ভাবে তা কার্যকর হবে, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন বেশ কয়েক জন রাষ্ট্রপ্রধানকে। এই তালিকায় ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
বৃহস্পতিবার পুতিন বলেন, “প্রথমেই আমি ইউক্রেন-সমস্যার সমাধান নিয়ে ভাবার জন্য ধন্যবাদ জানাতে চাই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে। অনেকেই আমাদের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু চিনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, ব্রাজ়িল এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এই বিষয়ে অনেক সময় দিয়েছেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।”
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত আড়াআড়ি দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বিশ্ব। কিন্তু এই ভূ-রাজনৈতিক পরিস্থিতিতেও ভারসাম্যের কূটনীতি সফল ভাবে এগিয়ে নিয়ে গিয়েছে দিল্লি। মার্কিন এবং পশ্চিমি দুনিয়ার চাপের কাছে নতিস্বীকার না-করে মস্কোর সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছে ভারত। কয়েক দিন আগে হোয়াইট হাউসে ট্রাম্পকে ভারতের অবস্থান ব্যাখ্যা করে মোদী বলেছিলেন, “ভারত নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে। আমি প্রেসিডেন্ট পুতিনকে বলেছি, এটা যুদ্ধের সময় নয়।”
আরও পড়ুন:
সাম্প্রতিক অতীতে পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছিলেন মোদী। এই আবহে মোদীকে পুতিনের ধন্যবাদ জানানোকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।