মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীর্ষ বৈঠক বসতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে, একটি তৃতীয় দেশে।
জুলাইয়ের ১৬ তারিখে সেই ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক হবে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন।
এক বিবৃতিতে স্যান্ডার্স বলেছেন, ‘‘দু’দেশের প্রেসিডেন্ট পারস্পরিক সম্পর্ক ও জাতীয় নিরাপত্তার বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন।’’
আরও পড়ুন- বাণিজ্য সংঘাত: দিল্লির বিরুদ্ধে সুর চড়ালেন ট্রাম্প
আরও পড়ুন- শুল্কে সুর নরম, তৈরি বাণিজ্য ঘাটতি হ্রাসে
রুশ প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা য়ুরি উশাকভ গতকালই মস্কোয় জানিয়েছিলেন, এ বার কোনও তৃতীয় দেশে শীর্ষ বৈঠকে বসতে চলেছেন আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্ট।
তার পরেই এ দিন সেই বৈঠকের দিন আর তা কোথায় হবে, হোয়াইট হাউসের তরফে তা ঘোষণা করা হল।
উশাকভ গতকাল এও জানান, ওই বৈঠকের পর যৌথ বিবৃতি দেবেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy