প্রতীকী ছবি।
কোনও যাত্রী কোভিড আক্রান্ত কি না, বা তাঁর টিকা নেওয়া হয়েছে কি না, এ সব সহজেই জানার জন্য নতুন অ্যাপ নিয়ে কাজ শুরু করেছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। সেই সঙ্গে যাত্রীদের ‘কোভিড পাসপোর্ট’ চালু করার বিষয়ে আলোচনা চালাচ্ছে তারা।
আইএটিএ জানিয়েছে, নতুন যে অ্যাপটি আনার কথা ভাবছে, পরিচয় প্রমাণের জন্য সেই অ্যাপের সঙ্গে যাত্রীর পাসপোর্টের ইলেকট্রনিক কপির যোগসূত্র থাকবে। এ বছরেই অ্যাপটির একটি পরীক্ষামূলক প্রোগাম চালু করা হবে ব্রিটিশ এয়ারওয়েজ-এর সঙ্গে।
আইএটিএ-র যাত্রী এবং সুরক্ষা বিষয়ক প্রধান অ্যালাম মুরে জানান, আন্তর্জাতিক উড়ান পরিষেবাকে উৎসাহ দিতেই এ ধরনের চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি জানান, যাত্রীরা যে অ্যাপটি ব্যবহার করবেন, তাতে ব্লক-চেন প্রযুক্তি থাকবে। ফলে যাত্রীর কোনও রকম তথ্য বাইরে বেরবে না। এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছে মুরে।
ইতিমধ্যেই এই ধরনের ‘কমন পাস’ অ্যাপ তৈরি করেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম এবং কমন্স প্রোজেক্ট ফাউন্ডেশন। লন্ডন এবং নিউ ইয়র্কের যাতায়াতকারী যাত্রী বিমানে ব্যবহার করা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy