হুন্ডাইয়ের শো-রুমে চাকরি পাওয়া সারমেয়। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
হুন্ডাইয়ের গাড়ির শো-রুম। সেই শো-রুমের বাইরে ঘুরে বেড়াত একটি রাস্তার কুকুর। সেখানে থাকার সুবাদে শো-রুমের কর্মীদের সঙ্গে বেশ বন্ধুত্বও হয়েছিল তার। সম্প্রতি সেই শো-রুমের তরফে সাম্মানিক কাজ দেওয়া হয়েছে ওই সারমেয়কে। ঘটনাটি সম্প্রতি ঘটেছে ব্রাজিলে।
ব্রাজিলে হুন্ডাই-এর ওই শো-রুমের নাম টাসকন প্রাইম। সেই শো-রুমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই এই ঘটনার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে ওই সারমেয়র পরিচয়পত্র ও পরিচয়পত্র গলায় ঝোলানো অবস্থায় তার ছবিও পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘হুন্ডাই পরিবারের নতুন সদস্যকে স্বাগত’। পোস্ট থেকে জানা গিয়েছে, কুকুরটির বয়স এক বছর।
শো-রুমে তার জন্য একটি কাঠের কেবিনও বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বসেই সেলসম্যানের কাজ করছে ওই সারমেয়। সেলসম্যানের পাশাপাশি ওই শো-রুমের অ্যাম্বাসাডরও করা হয়েছে তাকে। দেখুন সেই পোস্ট—
আরও পড়ুন: মাথায় দুধের গ্লাস নিয়েই সাঁতার কাটলেন অলিম্পিকে পাঁচ বারের সোনাজয়ী
আরও পড়ুন: টিকটক বিক্রি করে সরকারকে ‘কাটমানি’ দিন, ট্রাম্পের ঘোষণায় তুমুল বিতর্ক
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy