আমেরিকায় বড় দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় তরুণী নীলম শিন্দে। আপাতত কোমায় আছেন তিনি। ১২ দিনের চেষ্টার পর অবশেষে তাঁর পরিবার মহারাষ্ট্র থেকে আমেরিকায় যাওয়ার জন্য ভিসা পেয়েছেন। কিন্তু তরুণীর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি। গত ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার রাস্তায় কী ঘটেছিল নীলমের সঙ্গে? তাঁর পরিবারের সঙ্গে কথা বলে বিশদ জানিয়েছে এনডিটিভি। তাদের রিপোর্ট অনুযায়ী, নীলমকে ধাক্কা দেওয়ার অভিযোগে আমেরিকার এক প্রৌঢ়কে পাঁচ দিন পরে গ্রেফতার করেছিল ক্যালিফোর্নিয়ার পুলিশ।
পড়াশোনার সূত্রে গত চার বছর ধরে আমেরিকায় আছেন নীলম। তাঁর পরিবার থাকে মহারাষ্ট্রের সাতারায়। ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা (স্থানীয় সময়) নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন নীলম। তাঁকে আচমকা পিছন দিক থেকে ধাক্কা মারে একটি চারচাকার গাড়ি। নীলমকে পিষে দিয়ে সেই গাড়ি চলে যায়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন ২৬ বছরের তরুণী। বেশ কিছু ক্ষণ ওই অবস্থাতেই পড়ে ছিলেন। যিনি ধাক্কা দিয়েছেন, তিনি এক মুহূর্তও সেখানে আর অপেক্ষা করেননি, জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
কিছু ক্ষণ পরে নীলমের দুর্ঘটনার খবর পায় পুলিশ এবং দমকলবাহিনী। তারা গিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার ফলে নীলমের দুই হাত, দুই পায়ের হাড় ভেঙে গিয়েছে। চোট লেগেছে মাথায়ও। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হয়েছে। আমেরিকা থেকে চিকিৎসকেরা নীলমের বাবা-মাকে ফোন করে সেই অস্ত্রোপচারের অনুমতি নিয়েছিলেন। সেই থেকেই নীলম কোমায়।
নীলমের দুর্ঘটনার কথা দু’দিন পরে ১৬ ফেব্রুয়ারি জানতে পারেন তাঁর বাবা-মা। সেই থেকে তাঁরা আমেরিকার ভিসার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু তাঁদের আবেদনের প্রেক্ষিতে ভিসার ইন্টারভিউয়ের তারিখ পড়েছিল আগামী বছর। সম্প্রতি মহারাষ্ট্রের এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে এ বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন এবং বিদেশ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন। ভারতের হস্তক্ষেপে আমেরিকার প্রশাসন নীলমের পরিবারের আর্জি মঞ্জুর করেছে। তাঁরা ভিসা পেয়েছেন।
দুর্ঘটনার পর ওই গাড়ির চালককে ধরতে বেগ পেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার পুলিশকে। তারা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করে। কিন্তু চালক বা গাড়ির খোঁজ পাওয়া যাচ্ছিল না। পাঁচ দিন পরে ১৯ ফেব্রুয়ারি গাড়ির চালককে গ্রেফতার করা হয়। তাঁর নাম লরেন্স গ্যালো। ৫৮ বছরের ওই প্রৌঢ়ের গাড়িই নীলমকে ধাক্কা মারে। আপাতত তিনি ক্যালিফোর্নিয়ায় বিচারাধীন।