বাস থেকে নামিয়ে যাত্রীদের লাইনে দাঁড় করিয়ে পর পর গুলি। পাকিস্তানের বালুচিস্তানে সাত বাসযাত্রীকে গুলিতে ঝাঁঝরা করে দিল বন্দুকবাজের দল!
সরকারি আধিকারিক সাদাত হোসেন সংবাদ সংস্থা এএফপি-কে জানান, বাসটি বালুচিস্তানের উপর দিয়ে পঞ্জাব প্রদেশের দিকে যাচ্ছিল। সেই সময়েই বন্দুকবাজের দল বাসটিকে মাঝরাস্তায় দাঁড় করায়। এর পর যাত্রীদের এক এক করে বাস থেকে নামিয়ে লাইনে দাঁড় করিয়ে তাঁদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। তার পরেই গুলি করে খুন করা হয় সাত জনকে। হোসেন বলেন, ‘‘ওই সাত যাত্রীই পঞ্জাব প্রদেশের বাসিন্দা। তাঁদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে খুন করা হয়েছে।’’
কয়েক দশক ধরেই সাম্প্রদায়িক, বিচ্ছিন্নতাবাদী এবং জাতিগত কারণে হিংসার আগুন জ্বলছে বালুচিস্তানে। গত কয়েক বছরে নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনা বেড়েছে সেখানে। পঞ্জাব প্রদেশ থেকে আসা শ্রমিকদের উপরেও প্রায়ই হামলার ঘটনা ঘটে। যদিও সাত যাত্রীকে গুলি করে খুনের ঘটনার দায় এখনও নেয়নি কেউ। তবে ওই এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)। গত জানুয়ারি মাসে বোমা-হামলায় ছ’জনের মৃত্যুর ঘটনার নেপথ্যে তারাই ছিল। সরকারি পরিসংখ্যান বলছে, গত বছরে বিএলএ-র হামলায় অন্তত ৩৯ জনের প্রাণ গিয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই পঞ্জাব প্রদেশের বাসিন্দা।