Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Blue Fin Tuna

Viral: জালে সাড়ে চারশো কেজি ওজনের ব্লু ফিন টুনা! দৈত্যাকার মাছ একাই নৌকায় তুললেন মহিলা

দৈত্যাকার সেই মাছ নৌকায় তোলার ভি়ডিয়োই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

বিশালাকায় সেই টুনা মাছ নিয়ে মিশেল।

বিশালাকায় সেই টুনা মাছ নিয়ে মিশেল।

সংবাদ সংস্থা
নিউ হ্যাম্পশায়ার শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৫
Share: Save:

সাড়ে চারশো কেজি ওজনের ব্লু ফিন টুনা মাছ ধরা পড়ল এক মৎস্যজীবীর জালে। কয়েক কোটি টাকা দাম বিপন্ন প্রজাতির এই মাছের। দৈত্যাকার সেই মাছ নৌকায় তোলার ভি়ডিয়োই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

মাছটি ধরা পড়েছে আমেরিকার নিউ হ্যামশায়ারের হ্যাম্পটন বিচে। মিশেল ব্যান্সউথজ সিসেল নামে এক মহিলা মৎস্যজীবীর জালে উঠেছে এই মাছটি। কী ভাবে সেই মাছটিকে নিজের নৌকায় একা হাতেই টেনে তুলেছেন তার একটি ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

এই প্রথম নয়, এর আগেও বিশালাকার মাছ ধরেছিলেন মিশেল। ২০২১-এ ১২০ কেজি ওজনের একটি মাছ ধরা পড়েছিল তাঁর জালে। গত অক্টোবরেও ৬৪৩ কেজি ওজনের একটি ব্লু ফিন টুনা মাছ ধরে সংবাদের শিরোনামে এসেছিলেন মিশেল। ২০১৫ থেকে সমুদ্রে মাছ ধরছেন মিশেল। তবে ৬৪৩ কেজি ওজনের টুনা ধরার পর বেশ পরিচিতি পেয়েছেন মহিলা এই মৎস্যজীবী।

২০১৯-এ ২৭৮ কেজি ওজনের একটি ব্লু ফিন টুনা বিক্রি হয়েছিল ৩১ লক্ষ ডলারে যা ভারতীয় মুদ্রায় ২৩ কোটি ২৩ লক্ষ ৩১ হাজার টাকা।

অন্য বিষয়গুলি:

Blue Fin Tuna usa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE