Advertisement
২২ নভেম্বর ২০২৪
Nawaz Sharif

ইমরানকে হটাতে লাইভে নওয়াজ

জিন্না স্টেডিয়ামে ৭০ শতাংশই তরুণ প্রজন্মের। শুধু বক্তৃতাই নয়, গানে-গানে গোটা স্টেডিয়াম সরব হয় ‘ভোট কো ইজ্জত দো’ দাবিতে।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। -ফাইল ছবি।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। -ফাইল ছবি।

 সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ০৫:৫৭
Share: Save:

‘আটা চিনি চোর নিয়াজি, গো নিয়াজি, গো নিয়াজি’। শুক্রবার গুজরানওয়ালায় জিন্না স্টেডিয়ামের বিরোধী সমাবেশে এমনই স্লোগান উঠল ইমরান খানের বিরুদ্ধে। পিটিআই সরকারকে উৎখাত করতে জোটবদ্ধ আন্দোলেন নেমেছে বিরোধী দলগুলি। ‘পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)’-এর ব্যানারে শুক্রবার রাতে প্রথম বড় জমায়েতটি হল গুজরানওয়ালার স্টেডিয়ামে। পিএমএল-এনের খ্বাজা আসিফ, মরিয়ম নওয়াজ়, পিপিপি-র বিলাবল ভুট্টো-সহ বিরোধী নেতানেত্রীরা সকলেই এক সুরে ‘সব দিক থেকে ব্যর্থ’ ইমরান সরকারকে হটানোর ডাক দিলেন। পিপিপি-র দাবি কয়েক লক্ষ মানুষ এসেছিলেন। ফেসবুক লাইভে একই দাবিতে সরব হন নওয়াজ শরিফ।

নওয়াজের মুখপাত্র মহম্মদ জ়ুবের দাবি করেন, নওয়াজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই পুতুল সরকারকে বসানো হয়েছিল। জিন্না স্টেডিয়ামে ৭০ শতাংশই তরুণ প্রজন্মের। শুধু বক্তৃতাই নয়, গানে-গানে গোটা স্টেডিয়াম সরব হয় ‘ভোট কো ইজ্জত দো’ দাবিতে। আক্ষরিক অর্থেই জলসার চেহারা নেয় সমাবেশ।

স্টেডিয়ামের পথে প্রচুর গাড়ির ছবি টুইট করেছিলেন পিএমএল-এন নেত্রী মরিয়ম নওয়াজ়। এতে কটাক্ষ ছুড়েছেন প্রধানমন্ত্রীর সহকারী শাহবাজ় গিল। তাঁর বক্তব্য, মরিয়ম বোঝাতে চাইছেন, এই সব গাড়ি তাঁর কনভয়ের সঙ্গে চলেছে। আসলে এটা নিত্য দিনের সাধারণ ট্রাফিক ছাড়া কিছু নয়।

অন্য বিষয়গুলি:

Nawaz Sharif Facebook live
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy