Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Sheikh Mujibur Rahman

টুঙ্গিপাড়ায় মুজিবকে শ্রদ্ধা উপ-দূতাবাসের কর্মীদের

Embassy Officials of Kolkata paid tribute to Sheikh Mujibur Rahman on his birth centenary ১৯৭১-এর ১৭ এপ্রিল মুজিবনগর প্রবাসী সরকার প্রতিষ্ঠার ঠিক পরের দিন কলকাতায় পাকিস্তান উপ-দূতাবাসের বাঙালি অফিসার-কর্মীরা বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশের পতাকা তোলেন।

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন। নিজস্ব চিত্র।

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০৭:৩৮
Share: Save:

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে ফুল দিয়ে রবিবার শ্রদ্ধা জানালেন কলকাতার উপ-দূতাবাসের কর্মকর্তা ও কর্মীরা। ডেপুটি হাইকমিশনার তোফিক হাসানের নেতৃত্বে সড়ক পথে বাংলাদেশে গিয়েছিল কলকাতার উপ-দূতাবাসের প্রতিনিধি দলটি। রবিবার সকালে তাঁরা টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের পারিবারিক বাড়িতে পৌঁছে শ্রদ্ধা নিবেদনের সময়ে হাজির ছিলেন স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরাও।

১৯৭১-এর ১৭ এপ্রিল মুজিবনগর প্রবাসী সরকার প্রতিষ্ঠার ঠিক পরের দিন কলকাতায় পাকিস্তান উপ-দূতাবাসের বাঙালি অফিসার-কর্মীরা বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশের পতাকা তোলেন। পাকিস্তান ঘোষণা করে, কলকাতায় তাদের আর কোনও কূটনৈতিক ভবন নেই। এ ঘটনায় মুক্তিযুদ্ধ নতুন মাত্রা পায়।

১৭ মার্চ শেখ মুজিবের জন্মদিন। সেই দিন থেকে এক বছর ‘মুজিব বর্ষ’ হিসেবে পালন করবে বাংলাদেশ সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাজির থাকার কথা সূচনা অনুষ্ঠানে। প্রণব মুখোপাধ্যায়, সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, মমতা বন্দ্য়োপাধ্যায়দেরও বিভিন্ন সময়ে ঢাকায় যাওয়ার কথা।

অন্য বিষয়গুলি:

Sheikh Mujibur Rahman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy