Advertisement
E-Paper

জার্মানির ভোটে রক্ষণশীল দলের জয়, সাফল্য পেলেন অতি দক্ষিণপন্থীরাও, ট্রাম্প বললেন ‘দারুণ দিন’!

জার্মান ভোটের ফল প্রকাশ্যে আসতেই মুখ খোলেন ট্রাম্প। তিনি শোলৎজ়ে এবং তাঁর দলের সমালোচনা করে বলেন, “যে সরকারের কোনও সাধারণ বুদ্ধি ছিল না, জার্মানির মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে।”

(বাঁ দিকে) জার্মানির ভাবী চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ় এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) জার্মানির ভাবী চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ় এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৭
Share
Save

জার্মানিতে রাজনৈতিক পালাবদল। সে দেশের মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)-কে হারিয়ে ক্ষমতায় আসতে চলেছে রক্ষণশীল দলগুলির জোট। চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) দলের ফ্রেডরিখ মার্জ়। মার্জ়ের দল এবং খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন জোট বেঁধে নির্বাচনে লড়েছিল। দুই দল মিলিয়ে ২৮ শতাংশেরও বেশি ভোট পেয়েছে বলে জানিয়েছে জার্মানির সংবাদমাধ্যম এআরডি।

জার্মানির সাধারণ নির্বাচনে ‘অভাবনীয়’ সাফল্য পেয়েছে অতি দক্ষিণপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)-ও। তারা ২০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর বিদায়ী চ্যান্সেলর ওলাফ শোলৎজ়ের দল এসডিপি মাত্র ১৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দল কখনও এত খারাপ ফল করেনি। ভোটে বিপর্যয়ের ইঙ্গিত পেতেই পরাজয় স্বীকার করে নেন শোলৎজ়ে। বলেন, “দলের জন্য এটা শুধু খারাপ ফলই নয়, পরাজয়ও বটে।”

জার্মান ভোটের সম্ভাব্য ফল প্রকাশ্যে আসতেই এই বিষয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শোলৎজ়ে এবং তাঁর দলের সমালোচনা করে বলেন, “যে সরকারের কোনও সাধারণ বুদ্ধি ছিল না, জার্মানির মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। জার্মানির জন্য এটা দারুণ একটা দিন।” প্রসঙ্গত, জার্মানির এই ভোটে অতি দক্ষিণপন্থী দল এএফডি-কে সমর্থন করেছিলেন ট্রাম্প-ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্ক। বর্তমান রাজনৈতিক সমীকরণ অনুযায়ী, কোনও দলই একক ভাবে জার্মানিতে ক্ষমতায় আসতে পারবে না। সে ক্ষেত্রে রক্ষণশীলেরা অতি দক্ষিণপন্থীদের সঙ্গে হাত মেলাবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে সে দেশে।

ভোটের আগে জার্মানির বিদ্বজ্জনদের একাংশ অতি দক্ষিণপন্থী দলের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন। অনেকেই অ্যাডলফ হিটলারের আমলকে স্মরণ করে দিয়ে এই ধরনের দলের সংস্রব এড়ানোর পরামর্শ দিয়েছিলেন। তার পরেও সে দলের রাজনৈতিক সাফল্য জার্মানিতে রাজনৈতিক বদলের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন অনেকে।

যত দিন না নতুন জোট সরকার ক্ষমতায় আসছে, তত দিন চ্যান্সেলর পদে থাকবেন শোলৎজ়েই। নতুন চ্যান্সেলর ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ দেশের অর্থনীতি কী ভাবে সামাল দেন, অভিবাসন নিয়ে কড়া নীতির পথে হাঁটেন কি না, পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন-বার্লিনের সম্পর্ক কী হয়, এই সব দিকেই নজর সকলের।

Germany Election Results Donald Trump

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}