প্রতীকী ছবি।
রোগীর চোখ পরীক্ষা করতে গিয়ে ডাক্তারবাবুর চক্ষু চড়কগাছ। চোখের উপর 'ঘন নীল' রঙের আস্তরণ পড়েছে যেন! প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চক্ষু বিশেষজ্ঞ দেখেন মহিলার চোখে আটকে ১৭টি কনট্যাক্ট লেন্স। আরও খুঁটিয়ে পরীক্ষার পর দেখা গেল, সংখ্যাটা ১৭ নয়, ২৭। ঘটনাটি ইংল্যান্ডের।
ভেবেছিলেন চোখে 'ছানি' পড়েছে। তাই অপারেশন করতে গিয়েছিলেন ৬৭ বছরের এক ব্রিটিশ মহিলা। তখনই পরীক্ষার পর দেখা যায় চোখের মধ্যে আটকে রয়েছে কনট্যাক্ট লেন্স। যার জন্যই মূলত দৃষ্টিশক্তি কমে গেছে ওই মহিলার। এরপরই চোখ থেকে গুনে গুনে ২৭টি আটকে থাকা কনট্যাক্ট লেন্স বের করেন ডাক্তার।
মহিলা জানান, গত ৩৫ বছর ধরে তিনি 'মান্থলি ডিসপোজাল' কনট্যাক্ট লেন্স ব্যবহার করছিলেন। কিন্তু, নিয়মিত চেকআপ করাননি। আর তাতেই এই বিপত্তি।
আরও পড়ুন: ২৫ বার পুলিশকে ভুয়ো ফোন করে ক্ষমা চাইল দুই খুদে
বার্মিংহামের কাছে সোলিহাল হাসপাতালে এই বৃদ্ধার চোখের চিকিৎসা হয়। হাসপাতালের চক্ষু চিকিৎসক রুপাল মোরহারিয়া ওই নারীর চিকিৎসা করেন। তিনি বলেন, ‘‘এমন ঘটনা আমরা আগে কখনও দেখিনি। ১৭টি লেন্স এক সঙ্গে লাগানো ছিল। চোখ থেকে মোট ২৭টি লেন্স বের করেছি। এতগুলো লেন্স থাকলে প্রচুর জ্বালাপোড়া ও অস্বস্তি হওয়ার কথা। কিন্তু ওই নারী কিছুই বুঝতে না পারায় আমরা আশ্চর্য হয়েছি।’’
অস্ত্রোপচারের আগে এতগুলো লেন্স পাওয়ার পর পিছিয়ে দেওয়া হয় অস্ত্রোপচারের দিনক্ষণ। ওই রোগী ৩৫ বছর ধরে কন্টাক্ট লেন্স ব্যবহার করছেন। নিজের চোখ থেকে এতগুলো লেন্স বের হতে দেখে নাকি তাঁর ভিরমি খাওয়ার জোগাড়!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy