প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে থেকেই বিশ্ব জুড়ে সেই বৈঠক নিয়ে চর্চা শুরু হয়েছিল। মোদী-ট্রাম্প বৈঠকের পরে তাঁদের এই সাক্ষাতের নানা দিক নিয়ে আজ দিনভর আলোচনা চলেছে বিদেশি সংবাদমাধ্যমগুলিতে। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ট্রাম্পের ‘পাল্টা শুল্ক’ নীতি নিয়ে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসার হার দ্বিগুণ করে প্রায় ৪৩ লক্ষ কোটি টাকা করার লক্ষ্য রয়েছে দু’দেশের। কৃত্রিম মেধা, সেমিকন্ডাক্টর-সহ নানা ক্ষেত্রে কী ভাবে ব্যবসা আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয় দু’পক্ষের মধ্যে। তবে মানবাধিকার সংক্রান্ত বিষয়, গণতান্ত্রিক মূল্যবোধ, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যেই কেন কোনও কথা হয়নি, সে বিষয়ে প্রশ্ন তুলেছে রয়টার্স।
অন্য পথে হেঁটে কাতারের একটি সংবাদমাধ্যম তুলে ধরেছে সন্ত্রাস-বিরোধী কৌশল নিয়ে ট্রাম্প-মোদীর আলোচনা। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার সঙ্গে জড়িত তাহাউর রানাকে ভারতে প্রত্যপর্ণ করা হবে, সাক্ষাতে এমনই জানান ট্রাম্প। মোদী বলেছেন, ‘‘২০০৮ সালে ভারতে যে গণহত্যা চালিয়েছিল, তাকে যে ভারতের হাতে ট্রাম্প তুলে দিচ্ছেন, সে জন্য আমি কৃতজ্ঞ।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)