লক্ষ্যে অটল। হোলি আর্টিজানের পাশে। ছবি: রয়টার্স।
ঢাকায় জঙ্গি হামলা হতেই নড়েচড়ে বসেছে এ রাজ্যের প্রশাসন। শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে তিন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে পুলিশ ধরেছে। ধৃতেরা হিলি, মেখলিগঞ্জ হয়ে এ দেশে ঢুকেছে বলেই পুলিশের দাবি। এসডিপিও (ইসলামপুর) বৈভব তিওয়ারি বলেছেন, ‘‘কেন তারা এ দেশে ঢুকেছিল, খোঁজ নেওয়া হচ্ছে।’’
শুক্রবার রাতেই ঢাকার রেস্তোরাঁতে হামলা চালায় জঙ্গিরা। ও পারের নাশকতামূলক কার্যকলাপের আঁচ সীমান্ত পেরিয়ে এ রাজ্যে এসে পড়তে পারে, এই ভাবনা থেকে শুক্রবার রাতেই সব জেলাকে ২৪ ঘণ্টা অতি-সতর্ক থাকতে বলা হয়েছে। তার পর থেকেই সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। শনিবার সব জেলার পুলিশ-কর্তাদের সঙ্গে ভিডিও-কনফারেন্স করেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। সেখানে পুলিশ সুপারদের মাধ্যমে মূলত সীমান্ত এলাকার সব থানাতেই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ গিয়েছে।
বাংলাদেশে জঙ্গি হামলার প্রেক্ষিতে সীমান্তের যে সব এলাকায় কাঁটাতার নেই, সেখানে ‘ওয়াচ টাওয়ার’ বসানোর নির্দেশ দিয়েছেন ডিজি। সীমান্তের কাছে প্রথমে দু’দফায় তল্লাশি করছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তৃতীয় দফায় তল্লাশির দায়িত্বে রয়েছে পুলিশ। জঙ্গি হানার প্রেক্ষিতে এ দিন একগুচ্ছ কেন্দ্রীয় সতর্কবার্তা পৌঁছেছে নবান্নে। তাতে এক দিকে যেমন সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক, তেমনই বাংলাদেশ সেনা-গোয়েন্দা বিভাগের পাঠানো সন্দেহভাজন জঙ্গিদের তালিকা ধরে এ রাজ্যে তাদের অবস্থান যাচাইয়ের কথাও বলা হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করতে এ দিন কলকাতায় বিএসএফের গোয়েন্দা-কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য পুলিশের গোয়েন্দা-কর্তারা।
নবান্ন সূত্রের খবর, গত দু’বছরে ‘জামাতুল মুজাহিদিন বাংলাদেশ’ (জেএমবি)-এর যে ক’জন সদস্য এ রাজ্যে ধরা পড়েছে, তাদের নতুন করে জেরা করার প্রস্তাব দিয়েছে আইবি। ওই ধৃতদের অনেকেই এখন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হেফাজতে রয়েছে। এ ব্যাপারে রাজ্যের পুলিশ এ দিন যোগাযোগ করেছে এনআইএ-র সঙ্গে। সম্প্রতি এ রাজ্যের জেল থেকে কোনও বাংলাদেশি দুষ্কৃতী ছাড়া পেয়েছে কি না, তা কারা দফতরকে খতিয়ে দেখতে বলেছে নবান্ন। ঢাকার ঘটনা নিয়ে এ দিন নবান্নে পুলিশ-কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে হাওড়ার তিন-চারটি হোটেলে হানা দিয়ে আবাসিকদের জমা দেওয়া ভোটার কার্ড ও সংশ্লিষ্ট নথি খতিয়ে দেখেন গোয়েন্দারা।
ঢাকায় হামলার ঘটনায় উদ্বিগ্ন উত্তরবঙ্গের রফতানিকারীরা। এমনিতেই ঈদের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য শুক্রবার থেকে বন্ধ রয়েছে। ‘চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক অজয় প্রসাদ বলেন, ‘‘সীমান্ত-বাণিজ্য খুললেও থমথমে ভাব কাটতে সময় লাগবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy