Advertisement
০১ নভেম্বর ২০২৪

মানলেন যখন ব্যবস্থা নিন, ইমরানকে দিল্লি

ভারত বরাবরই সীমান্ত সন্ত্রাসে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০১:৫৫
Share: Save:

জঙ্গিরা রয়েছে বলে যদি মেনেই নেন, তা হলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করছেন না কেন? আমেরিকায় গিয়ে ইমরান খান পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ নিয়ে যা যা বলে এসেছেন, তার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নই তুলছে ভারতের বিদেশ মন্ত্রক।

মঙ্গলবার ওয়াশিংটনে পাক প্রধানমন্ত্রী ইমরান স্বীকার করেন, ‘‘পাকিস্তানে এখনও ৩০ থেকে ৪০ হাজার জঙ্গি রয়েছে। তাদের অনেকেই আফগানিস্তান ও কাশ্মীরে লড়াই করেছে।’’ তিনি এও কবুল করেন, ‘‘আগের পাক সরকার আমেরিকাকে জঙ্গি সক্রিয়তা নিয়ে সঠিক তথ্য দেয়নি। এক সময়ে পাকিস্তানে ৪০টি জঙ্গি স‌ংগঠন সক্রিয় ছিল।’’

ভারত বরাবরই সীমান্ত সন্ত্রাসে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করে। সন্ত্রাস বন্ধ করা এবং ভারত-বিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনাও বন্ধ রেখেছে দিল্লি। এই আবহে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার ইমরানের বক্তব্যকে ‘জ্বলন্ত স্বীকারোক্তি’ বলেই আখ্যা দিয়েছেন বৃহস্পতিবার। তাঁর বক্তব্য, ‘‘পাক প্রধানমন্ত্রী যখন স্বীকারই করছেন যে, জঙ্গিরা রয়েছে এবং তারা কাশ্মীরে অশান্তিও পাকাচ্ছে, তা হলে তাদের বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ করুন।’’

ইমরান এ দিনই পাকিস্তানে ফিরেছেন। ইসলামাবাদ বিমানবন্দরে নেমে মার্কিন সফরের ‘সাফল্য’ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘‘মনে হচ্ছে আমি যেন বিশ্বকাপ জিতে ফিরলাম।’’ ইমরানের বিরোধীরা অবশ্য অভিযোগ করেছেন, ইমরান মার্কিন শক্তির সামনে মাথা নত করে ভিক্ষাবৃত্তির আশ্রয় নিয়েছেন। সেই অভিযোগ উড়িয়ে তাঁর নিজের দাবি, ‘‘মাথা নত করার প্রশ্নই নেই।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

Terrorism Imran Khan Delhi Terrorists
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE