মৃত্যুমিছিল বেড়েই চলেছে গাজ়ায়। গাজ়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কেবল গাজ়া ভূখণ্ডেই ৫৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩৭ জন। পরিস্থিতি এমনই যে, প্রায় প্রতি মুহূর্তেই কাউকে না কাউকে মৃত বা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
সংবাদ সংস্থা এপি গাজ়ার স্বাস্থ্য দফতরকে উদ্ধৃত করে জানিয়েছে, গত ১৮ মাসে ইজ়রায়েল-হামাস সংঘাতে ৫০ হাজার ৭৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১৫,৪৭৫ জনেরও বেশি প্যালেস্টাইনি।
গাজ়ার স্থানীয় প্রশাসন নিহতদের তালিকায় সামরিক বাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিকদের আলাদা করেনি। তবে জানিয়েছে, নিহতদের অধিকাংশই শিশু এবং মহিলা। অন্য দিকে, ইজ়রায়েল জানিয়েছে, তারা প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের ২০ হাজার সদস্যকে মেরেছে। তবে এই দাবির সপক্ষে কোনও তথ্যপ্রমাণ পেশ করেনি তারা।
আরও পড়ুন:
গাজ়ায় হামলা অব্যাহত, এ দিকে সেই সময়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আমেরিকা পাড়ি দিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকে ইরান, শুল্কনীতি ছাড়াও আলোচনা হতে পারে গাজ়ার যুদ্ধপরিস্থিতি নিয়েও।
ফেব্রুয়ারিতে যখন ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু সাক্ষাৎ করেছিলেন, তখন আলোচনার প্রধান বিষয়ই ছিল ইজ়রায়েল-হামাস যুদ্ধ! সেই বৈঠক থেকেই হামাসের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি এক প্রকার ঘোষণার সুরেই বলেছিলেন, ‘‘আমরা গাজ়া দখল করবই!’’ তাঁর সুরে সুর মিলিয়েছিলেন নেতানিয়াহুও। ট্রাম্পকে স্বাগত জানিয়েছিলেন তিনি। গত দু’মাসে ইজ়রায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। নতুন করে হামাসের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইজ়রায়েলি সেনা। প্রায়ই ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে গাজ়া ভূখণ্ডে। কাতার এবং মিশরের মধ্যস্থতায় ফের যুদ্ধবিরতির পরিকল্পনাও চলছে।