দমকল দফতরে নিয়োগের জন্য হওয়া লিখিত পরীক্ষা বাতিল করে দিল ত্রিপুরার বিজেপি সরকার। সংশ্লিষ্ট দফতরের তরফে পরীক্ষা বাতিলের কারণ হিসাবে জানানো হয়েছে, পরীক্ষকেরা বড় ভুল এবং গোলমাল শনাক্ত করতে পেরেছেন। নতুন পরীক্ষার দিন পরে জানানো হবে।
ত্রিপুরার দমকল এবং জরুরি পরিষেবা দফতরে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল ২০২৩ সালের ৮ জানুয়ারি। তারও আগে ২০২২ সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল সরকার। কিন্তু দু’বছর আগে পরীক্ষা হলেও ফলপ্রকাশ হয়নি এখনও। দ্রুত ফলপ্রকাশের দাবিতে বিক্ষোভও দেখান চাকরিপ্রার্থীরা। এ বার সেই পরীক্ষাই বাতিল করে দেওয়া হল।
আরও পড়ুন:
বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট এ রাজ্যে প্রায় ২৬ হাজার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। সেই রায়ের পরে সমাজের প্রায় সব স্তরেই আলোড়ন তৈরি হয়েছে। এই আবহে ত্রিপুরায় চাকরির পরীক্ষা বাতিলের ঘটনা রাজনৈতিক বিতর্কের নতুন রসদ জোগাবে বলে মনে করছেন অনেকে।