বারান্দা থেকে ঝুলছে 'সাহায্যের ঝুড়ি'। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনার অতিমারির জেরে গোটা ইউরোপ প্রায় স্তব্ধ। এতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনি দিন খাই, গরিব মানুষগুলো। তাঁদের খাবার জুটছে না প্রায়ই। এ বার তাঁদের সাহায্য করতে এগিয়ে এলেন ইটালির নেলসসের স্থানীয়রা।
দক্ষিণ ইটালির নেপলসে দেখা গিয়েছে এক অদ্ভুত মন ভাল করা দৃশ্য। সেখানে বারান্দা থেকে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুড়ি। আর তার সঙ্গে কাগজে লিখে বার্তাও দেওয়া হয়েছে। কাগজে লেখা, ‘যদি পারেন কিছু রেখে যান, না পারলে নিয়ে যান।’ ঝুড়িগুলিতে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য রাখা থাকছে।
আসলে নেপলসে যাঁদের খাবার জোগাড় করতে সমস্যা হচ্ছে, তাঁদের জন্য স্থানীয়রা এমন ব্যবস্থা করছেন। সেখানে অন্য কেউ চাইলে খাবার রেখে সাহায্যও করতে পারেন। আর যাঁদের খাবারের প্রয়োজন, তাঁরা নিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন: করোনা থেকে বাঁচতে কী করবেন, ডুডলের মাধ্যমে জানাচ্ছে গুগল
সোশ্যাল মিডিয়ায় এমন খাবারের ঝুড়ি ঝুলিয়ে রাখার বেশ কয়েকটি ছবি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কেউ কেউ ঝুড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছেন। ঝুড়িতে, পাস্তা, রুটি-সহ বিভিন্ন রকম খাবার রেখে দিচ্ছেন স্থানীয়রা।
আরও পড়ুন: বাড়ি থেকে রিপোর্টিংয়ের বিড়ম্বনা, খালি গায়ে ক্যামেরায় চলে এলেন মহিলা সংবাদিকের বাবা
দেখুন সেই ছবি:
In Naples, people are starting to hang baskets from balconies for less fortunates who can't work due the lockdown. The sign says "if you can, put something inside. If you can't, take something". It's called "supportive basket" and it's based off an ancient tradition of the city. pic.twitter.com/RCxViTFkgb
— Mara Sattei stan account (@tommiwtf) March 30, 2020
করোনাভাইরাসের প্রকোপে গোটা ইটালিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৯ হাজারের উপরে। আর ইতিমধ্যেই সেখানে মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গিয়েছে।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy