Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Coronavirus in world

স্তব্ধ ইটালিতে বারান্দা থেকে ঝুলছে ঝুড়ি! কেউ খাবার নিয়ে যাচ্ছেন, কেউ রেখে যাচ্ছেন

নেপলসে যাঁদের খাবার জোগাড় করতে সমস্যা হচ্ছে, তাঁদের জন্য স্থানীয়রা এমন ব্যবস্থা করছেন। সেখানে অন্য কেউ চাইলে খাবার রেখে সাহায্যও করতে পারেন। আর যাঁদের খাবারের প্রয়োজন, তাঁরা নিয়ে যেতে পারবেন।

বারান্দা থেকে ঝুলছে 'সাহায্যের ঝুড়ি'। ছবি: টুইটার থেকে নেওয়া।

বারান্দা থেকে ঝুলছে 'সাহায্যের ঝুড়ি'। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
রোম শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০৯:৪৫
Share: Save:

করোনার অতিমারির জেরে গোটা ইউরোপ প্রায় স্তব্ধ। এতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনি দিন খাই, গরিব মানুষগুলো। তাঁদের খাবার জুটছে না প্রায়ই। এ বার তাঁদের সাহায্য করতে এগিয়ে এলেন ইটালির নেলসসের স্থানীয়রা।

দক্ষিণ ইটালির নেপলসে দেখা গিয়েছে এক অদ্ভুত মন ভাল করা দৃশ্য। সেখানে বারান্দা থেকে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুড়ি। আর তার সঙ্গে কাগজে লিখে বার্তাও দেওয়া হয়েছে। কাগজে লেখা, ‘যদি পারেন কিছু রেখে যান, না পারলে নিয়ে যান।’ ঝুড়িগুলিতে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য রাখা থাকছে।

আসলে নেপলসে যাঁদের খাবার জোগাড় করতে সমস্যা হচ্ছে, তাঁদের জন্য স্থানীয়রা এমন ব্যবস্থা করছেন। সেখানে অন্য কেউ চাইলে খাবার রেখে সাহায্যও করতে পারেন। আর যাঁদের খাবারের প্রয়োজন, তাঁরা নিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন: করোনা থেকে বাঁচতে কী করবেন, ডুডলের মাধ্যমে জানাচ্ছে গুগল

সোশ্যাল মিডিয়ায় এমন খাবারের ঝুড়ি ঝুলিয়ে রাখার বেশ কয়েকটি ছবি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কেউ কেউ ঝুড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছেন। ঝুড়িতে, পাস্তা, রুটি-সহ বিভিন্ন রকম খাবার রেখে দিচ্ছেন স্থানীয়রা।

আরও পড়ুন: বাড়ি থেকে রিপোর্টিংয়ের বিড়ম্বনা, খালি গায়ে ক্যামেরায় চলে এলেন মহিলা সংবাদিকের বাবা

দেখুন সেই ছবি:

করোনাভাইরাসের প্রকোপে গোটা ইটালিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৯ হাজারের উপরে। আর ইতিমধ্যেই সেখানে মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গিয়েছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

Coronavirus Viral Italy Balcony Food
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE