Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
China

Coronavirus in China: দ্রুত বাড়ছে সংক্রমণ, এ বার চিনের পুরো জিলিন প্রদেশকে বিচ্ছিন্ন করল চিনফিং সরকার

চিনের অন্তত ১৮টি প্রদেশে ইতিমধ্যেই ডেল্টা ও ওমিক্রন স্ট্রেনের দাপটে সংক্রমণের ‘ক্লাস্টার’ ধরা পড়েছে। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ইয়ানজি-র প্রায় সাত লক্ষ বাসিন্দাকে রবিবার থেকেই ঘরবন্দি করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, সে দেশে ইতিমধ্যেই ৯,০০০-এর বেশি সংক্রমণ চিহ্নিত হয়েছে। গোটা ২০২১ সালে সংক্রমণের সংখ্যা ছিল ৮,৩৭৮।

চলছে করোনা পরীক্ষা। বেজিং।

চলছে করোনা পরীক্ষা। বেজিং। ছবি রয়টার্স।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ২৩:০৫
Share: Save:

সংক্রমিতের সংখ্যা বাড়ছে দ্রুত হারে। গত দু’বছরে চিনে করোনা পরিস্থিতির এমন অবনতি হয়নি কখনওই। ফলে প্রশ্ন উঠছে, শি চিনফিং সরকারের ‘কোভিড-শূন্য’ রণকৌশল নিয়ে। এই পরিস্থিতিতে সোমবার উত্তর-পূর্ব চিনের জিনিন প্রদেশকে পুরোপুরি বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সেখানকার ২ কোটি ৪০ লক্ষ বাসিন্দাকে কার্যত গৃহবন্দি হয়ে দিন কাটাতে হবে।

এই প্রথম কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে চিনের কোনও প্রদেশ পুরোপুরি বিচ্ছিন্ন করা হল। ২০১৯-এর শেষ পর্বে হুবেই প্রদেশের রাজধানী উহানে করকোনাভাইরাসের অস্তিত্ব মেলার পরে প্রথম পুরো প্রদেশে লকডাউন জারি হয়েছিল। কিন্তু সংক্রমণ ঠেকাতে পুরো প্রদেশটিকে বিচ্ছিন্ন করা হয়নি।

সোমবার দক্ষিণ চিনের শেনঝেন শহরের ১ কোটি ৭৫ লক্ষ বাসিন্দাকেও গৃহবন্দি করার সিদ্ধান্ত নিয়েছে চিন। সে দেশের অন্যতম প্রধান প্রযুক্তি ও বাণিজ্যকেন্দ্রে আগামী এক সপ্তাহের জন্য জারি করা হয়েছে লকডাউন। রাজধানী বেজিংয়ের পাশাপাশি শাংহাইয়ের মতো শহরেও বিভিন্ন এলাকায় জারি হয়েছে নানা বিধিনিষেধ।

চিনের অন্তত ১৮টি প্রদেশে ইতিমধ্যেই ডেল্টা ও ওমিক্রন স্ট্রেনের দাপটে সংক্রমণের ‘ক্লাস্টার’ ধরা পড়েছে। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ইয়ানজি-র প্রায় সাত লক্ষ বাসিন্দাকে রবিবার থেকেই ঘরবন্দি করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, সে দেশে ইতিমধ্যেই ৯,০০০-এর বেশি সংক্রমণ চিহ্নিত হয়েছে। গোটা ২০২১ সালে সংক্রমণের সংখ্যা ছিল ৮,৩৭৮।

অন্য বিষয়গুলি:

China Shanghai Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy