Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Coronavirus

ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক, সেবিকাদের ধন্যবাদ ট্রাম্পের 

ট্রাম্পের এই ‘ধন্যবাদ জ্ঞাপনে’ খুশি আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককেরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।—ছবি পিটিআই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।—ছবি পিটিআই।

সংবাদ সংস্থা 
ওয়াশিংটন শেষ আপডেট: ০৩ জুলাই ২০২০ ০২:৪২
Share: Save:

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত-সহ যে সব চিকিৎসক, েসবিকা ও স্বাস্থ্যকর্মী করোনা-যুদ্ধে লড়ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

হোয়াইট হাউসের মিডিয়া সহ-সচিব ক্যারোলিন লিভিট জানান, আমেরিকার করোনা-যুদ্ধে শামিল রয়েছেন প্রায় ১ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। তাঁদের নিরলস ও প্রাণদায়ী কাজের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের তরফে এই প্রথম কোনও সরকারি বিবৃতিতে করোনা-যুদ্ধে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অবদানের কথা উল্লেখ করা হল।

ট্রাম্পের এই ‘ধন্যবাদ জ্ঞাপনে’ খুশি আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককেরা। প্রেসিডেন্টকে পাল্টা ধন্যবাদ ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তাঁদের বিভিন্ন সংগঠন।

আজ আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ছাড়িয়েছে। মোট মৃত ১ লক্ষ ৩১ হাজারেরও বেশি। সে দেশে এ দিনই প্রায় ৩২ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে মৃত ৩৮৪।

অন্য বিষয়গুলি:

Coronavirus USA Donald Trump Doctors Nurses
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE