কী ভাবে ভেঙে গেল কংক্রিটের সেই সেতু, প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো। ছবি সৌজন্য টুইটার।
গরমের সঙ্গে যুঝছে গোটা ইউরোপ। তেমনই গরমের দাবদাহে পুড়ছে চিন। ইতিমধ্যেই সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। গরমের কারণে যে ভাবে ব্রিটেন, ফ্রান্স, স্পেন এবং ডেনমার্কে যে ভাবে রাস্তা গলে যাওয়া, দাবানলের মতো ঘটনা ঘটছে, প্রায় একই ছবি ধরা পড়েছে চিনে।
সম্প্রতি চিনের কুয়ানঝৌ শহরের একটি সেতুর ছবি প্রকাশ্যে এসেছে। কংক্রিটের তৈরি সেই সেতুর মাঝখানের অংশ হঠাৎই ফুলে ওঠে এবং ভেঙে যায়। ‘নাও দিস’ নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গরমের কারণেই কংক্রিটের ওই সেতু ভেঙে গিয়েছে।
This bridge in Quanzhou, China, cracked under the pressure of intense heat in the area. The bridge, which was just 20 years old, can be seen suddenly buckling under the strain of temperatures that topped 40°C (104°F) that day. pic.twitter.com/5fBXpCWen9
— NowThis (@nowthisnews) July 26, 2022
২০ বছরের পুরনো ওই সেতুটি। যে সময় সেতুটি ভেঙে যাওয়ার দৃশ্য প্রকাশ্যে এসেছে, সেই সময় ওই সেতুতে কেউ ছিলেন না। না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। দিন পনেরো আগে চিনে গরম রেকর্ড মাত্রায় পৌঁছেছিল। প্রবল গরমের কারণে বহু নাগরিক হিট স্ট্রোকের শিকার হন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy