China remembers Indian doctor Dwarkanath Shantaram Kotnis dgtl
China
চিনের পাঠ্যবইতে রয়েছেন এই ভারতীয় চিকিৎসক, সে দেশে রয়েছে তাঁর মূর্তিও, কেন জানেন?
দ্বারকানাথ শান্তারাম কোটনিস। ভারতীয় এই চিকিত্সক চিনে একজন হিরো। প্রায় প্রতি বছরই কোনও না কোনও চিনা নেতা ভারতে এসে দেখা করেন এই ভারতীয় চিকিৎসকের পরিবারের সঙ্গে। কেন জানেন?
সংবাদ সংস্থা
বেজিংশেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ১০:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
দ্বারকানাথ শান্তারাম কোটনিস। ভারতীয় এই চিকিত্সক চিনে একজন হিরো। প্রায় প্রতি বছরই কোনও না কোনও চিনা নেতা ভারতে এসে দেখা করেন এই ভারতীয় চিকিৎসকের পরিবারের সঙ্গে। কেন জানেন?
০২১০
১৯৩৮ সালে দ্বারকানাথকে ভারতের তরফে চিনে পাঠানো হয়। ১৯৪০ সালে জাপানের সঙ্গে যুদ্ধের সময় চিনা সৈনিকদের চিকিৎসা করেছিলেন দ্বারকানাথ। এমনকি চিনের হয়ে যুদ্ধও করেন তিনি।
০৩১০
কোটনিস বিয়েও করেন এক চিনা সেবিকাকে। তাঁর নাম কিউ কিংলান। ডালিয়ান শহরে গত বছরেই মৃত্যু হয়েছে কিংলানের।
০৪১০
তাঁদের ছেলেও চিকিৎসক ছিলেন। কিন্তু মাত্র ২৪ বছর বয়সে প্রাণ হারান তিনি।
০৫১০
মাও জে দংয়ের এইট রুট আর্মিতেও কাজ করেছেন কোটনিস। তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন মাও জে দং। সান ইয়াৎ সেনও তাঁর লেখায় প্রশংসা করেছেন কোটনিসের।
০৬১০
মুম্বইয়ে চিনের প্রিমিয়ার লি খ্যচিয়ং ভারতে এসে দেখা করেছিলেন কোটনিসের ৯২ বছরের বোনের সঙ্গেও।
০৭১০
১৯৪২ সালে ডিসেম্বরে মৃত্যু হয় কোটনিসের। চিনের নানকান প্রদেশে তাঁকে সমাহিত করা হয়। চিনের পাঠ্যবইয়ে রয়েছে তাঁর কথা।
০৮১০
তাঁর নামে চিনে ডাকটিকিটও রয়েছে। টানা তিন দিন না ঘুমিয়ে প্রায় ৮০০ জন সেনার চিকিৎসা করেছিলেন তিনি, ইতিহাস বলছে এমনটাই। তবে মৃত্যুর আগে চিনে কমিউনিস্ট পার্টিতে তিনি যোগদান করেছিলেন কিনা, তা নিয়ে বিতর্ক রয়েছে।
০৯১০
চিনের হেবেই প্রদেশে রয়েছে তাঁর মূর্তিও। ২০০৯ সালে চিনে ইন্টারনেটের একটি সমীক্ষায় সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ছিলেন কোটনিস।
১০১০
চিন বিশেষজ্ঞ অধ্যাপক কোন্ডাপল্লির মতে, রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহরু, মহাত্মা গাঁধী ছাড়া চিন-ভারত সুসম্পর্কের অন্যতম স্তম্ভ কোটনিস। তাই তাঁর পরিবারকেও সম্মান প্রদর্শন করে চিন।