Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
bnp

বাংলাদেশে ফিরে খালেদার পুত্র তারেক বিএনপির দায়িত্ব নিতে পারেন, দেখা করতে লন্ডনে আলমগীর

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরেই অসুস্থ। তাঁর পুত্র তারেক লন্ডনে থাকেন। বিএনপি এখন কার্যত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়ন্ত্রণে।

BNP leader Mirza Fakhrul Islam Alamgir vists London to meet Tarique Rahman, the son of Khaleda Zia

(বাঁ দিকে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান (ডান দিকে)। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৪:৫২
Share: Save:

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে তিনি ব্রিটেন রওনা হওয়ার পরেই বিএনপিতে নেতৃত্ব বদলের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন খালেদা বেশ কিছু দিন ধরেই গুরুতর অসুস্থ। তাঁর পুত্র তারেক গত কয়েক বছর ধরে বিদেশে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হামলায় মদত এবং বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তারেকের জেলের সাজা হয়েছিল। গ্রেফতারি এড়াতে তিনি আর বাংলাদেশে ফেরেননি। এই পরিস্থিতিতে কার্যত মহাসচিব ফখরুল দল পরিচালনা করছেন।

৫ অগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তারেকের স্ত্রী জ়োবায়েদা রহমানের আয়-বহির্ভূত সম্পত্তির মামলায় সাজার আদেশ স্থগিত করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে তারেকের ক্ষেত্রেও একই নীতি নেওয়া হতে পারে বলে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি। এই পরিস্থিতিতে খালেদা-পুত্র দেশে ফিরে আনুষ্ঠানিক ভাবে দলের দায়িত্ব নিতে পারেন বলে জল্পনা রয়েছে। সেই জল্পনাই আরও উস্কে দিল ফখরুলের লন্ডনযাত্রা।

অন্য বিষয়গুলি:

bnp BNP Chairperson khaleda zia Tarique Rahman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy