অদ্ভুত এই প্রাণীকে ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য।
অদ্ভুত এক ধরনের প্রাণী নিয়ে এখন তুমুল চাঞ্চল্য পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুম সমুদ্রোপকূলে। প্রাণীটির শুঁড়ের সংখ্যা এক ডজন। এক অস্ট্রেলীয় যুবক প্রাণীটির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।
যুবকের মা ও বান্ধবী যখন সমুদ্রের ধারে ঘুরছিলেন, তখনই সমুদ্রের তীরে প্রাণীটিকে দেখতে পান বলে জানিয়েছেন তাঁরা।
পশ্চিম অস্ট্রেলিয়ার উত্তর উপকূলীয় সমুদ্রের তীরে হদিশ মেলা প্রাণীটি স্টারফিশ বা জেলিফিশ নয় বলে অনেকেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলেছেন, প্রাণীটি এতটাই মোটা ও শক্ত যে তা কিছুতেই জেলিফেশ হতে পারে না। অনেকে অবশ্য প্রাণীটিকে ‘সামুদ্রিক অ্যানিমোন’ বলারই পক্ষপাতী। তাঁদের মতে, এটি ‘আর্মড অ্যানিমোন’ বা ‘স্ট্রিপড অ্যানিমোন’ হতে পারে। অনেকে তাঁদের মতামতকে সমর্থনও করেছেন সোস্যাল মিডিয়ায়।
তবে গ্রীষ্মপ্রধান এলাকার সামুদ্রিক অঞ্চলে এই ধরনের প্রাণী একেবারেই বিরল নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তাঁরা বলছেন, ‘আর্মড অ্যানিমোন’ লম্বায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই ‘আর্মড অ্যানিমোন’-এর হুলও খুব বিষাক্ত। এদের দংশন অত্যন্ত যন্ত্রণাদায়ক। তা সারতে কয়েক মাসও লেগে যেতে পারে। তবে এটি ঠিক কী প্রাণী, সে ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও।
আরও পড়ুন: একটি মাত্র ছবি, বদলে দিল ‘সিঙ্গল মাদার’-এর জীবন
আরও পড়ুন: জেল থেকে পালিয়ে ‘লিফট’ চাইলেন সেই পুলিশের কাছেই! তার পর...
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy