তেল আভিভে আকাশ থেকে পড়া গাঁজার প্যাকেট। ছবি টুইটার থেকে নেওয়া।
ব্যস্ত রাস্তার সংযোগস্থল। আকাশ থেকে বৃষ্টির মতো সেখানে পড়ছে প্লাস্টিকের ছোট ছোট প্যাকেট। তা দেখে সেখানে উপস্থিত কিছু মানুষ প্যাকেট কুড়িয়ে ভরছেন নিজেদের পকেটে। ট্রাফিক পুলিশ আকাশ থেকে পড়া প্যাকেটগুলি কুড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও উৎসাহিত জনতার সঙ্গে পেরে উঠছেন না। সেই প্লাস্টিকের প্যাকেটে ছিল গাঁজা।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে ইজরায়েলের রাজধানী তেল আভিভে। সেখানকার জনপ্রিয় রাবিন স্কোয়্যারে ড্রোনের সাহায্যে আকাশ থেকে গাঁজার প্যাকেট ফেলেছে ‘দ্য গ্রিন ড্রোনস’ নামের একটি দল। ইজরায়েলে গাঁজাকে বৈধ ঘোষণা করার দাবি জানায় ওই দলটি। নিজেদের কর্মসূচির প্রচারের জন্যই এই অভিনব ঘটনা ঘটিয়েছে তারা।
সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্য গ্রিন ড্রোনস লিখেছে, ‘‘ভাই সব, এটাই সময়। এটা পাখি? এটা বিমান? না, এটা গ্রিন ড্রোনস। আকাশ থেকে গাঁজা ছড়াচ্ছে। আশা করি, সকলে মুক্ত ভালবাসার স্বাদ পাবেন।’’ প্যাকেটগুলির প্রত্যেকটিতে ২ গ্রাম করে গাঁজা ছিল। এ ভাবে প্রায় এক কেজি গাঁজা বিলি করা হয়েছে। দেখুন সেই ভিডিয়ো—
הזייה בכיכר רבין: רחפן הטיל מהשמיים עשרות שקיות של מריחואנה. מי שעומד מאחורי המיזם זאת קבוצה שמכנה את עצמה "הרחפן הירוק". בגלל שלא חישבו נכון את הרוח, רוב החומר התפזר על הכביש באבן גבירול. עוברי אורח נהנו מהשלל@ynetalerts pic.twitter.com/xeziJsH950
— איתי בלומנטל Itay Blumental (@ItayBlumental) September 3, 2020
ওই সংস্থা ঘোষণা করেছে, ‘গাঁজার বৃষ্টি’ নামে তারা একটি প্রকল্প এনেছে। সেই প্রকল্পের অঙ্গ হিসাবে, দেশের বিভিন্ন জায়গায় প্রতি সপ্তাহে এক বার করে ড্রোনের মাধ্যমে আকাশ থেকে গাঁজা বিলি করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy