ক্যাপিটলে শপথ অনুষ্ঠানে জো বাইডেন এবং কমলা হ্যারিস। ছবি: টুইটার থেকে নেওয়া।
নির্ধারিত সূচি মেনেই আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জো বাইডেন। তাঁর সঙ্গে বুধবার ক্যাপিটল হিলে সে দেশের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ইতিমধ্যেই তারা দু’জন পৌঁছে গিয়েছেন ক্যাপিটলে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, শপথ নেওয়ার পরেই ১৭টি অধ্যাদেশ সই করবেন বাইডেন। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট পদে তাঁর পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত বাতিলের আইনি সূচনা-পর্ব। অবৈধ অভিবাসন রুখতে মেক্সিকো সীমান্তে বেড়া দেওয়ার যে প্রক্রিয়া রিপাবলিকান ট্রাম্প শুরু করেছিলেন, তাঁর ডেমোক্র্যাট উত্তরসূরি বাইডেন কলমের খোঁচায় তা স্থগিত করতে চলেছেন।
পাশাপাশি, কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তও রদ হতে পারে। ট্রাম্পের অবস্থান থেকে সরে এসে প্যারিসে জলবায়ু সংক্রান্ত চুক্তিতে অংশ নিয়ে বিশ্ব উষ্ণায়ন মোকাবিলার আন্তর্জাতিক উদ্যোগে ফের সামিল হতে পারে ওয়াশিংটন। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সঙ্গে ট্রাম্প জমানার সংঘাত-পর্বের ইতি টানারও সদিচ্ছা প্রকাশ করেছেন বাইডেন। পাশাপাশি জানিয়েছেন, কানাডার তৈলক্ষেত্র থেকে তরল বিটুমেন আনার জন্য কিস্টোন পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত স্থগিতের কথা। এর জেরে আমেরিকা-কানাডা সম্পর্কে কিছুটা টানাপড়েন তৈরি হতে পারে বলে কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা।
আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ নেওয়ার পরে স্থানীয় সময় দুপুর ১২টায় প্রথম সরকারি ভাষণ দেবেন বাইডেন। সেটি লিখেছেন ভারতীয় বংশোদ্ভূত বিনয় রেড্ডি। প্রথম ভাষণেই বেশ আমেরিকার নাগরিকদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকবে বলে সে দেশের সংবাদমাধ্যমগুলির দাবি।
বাইডেন-কমলার শপথ অনুষ্ঠানে হাজির থাকছেন না ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক বিদায়ের পরেই স্ত্রী মেলানিয়াকে নিয়ে ফ্লোরিডায় চলে গিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy