Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Joe Biden

বাইডেন সরকারে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন ভারতীয় বংশোদ্ভূতরা

আক্ষরিক অর্থেই দু’দিন পরে হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন জো বাইডেন। ২০ জানুয়ারি দেশের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।

কমলা হ্যারিসের পাশাপাশি বাইডেনের সরকারে জায়গায় পেতে চলেছেন অনেক ভারতীয়ই। —ফাইল চিত্র।

কমলা হ্যারিসের পাশাপাশি বাইডেনের সরকারে জায়গায় পেতে চলেছেন অনেক ভারতীয়ই। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১২:৪৫
Share: Save:

আমেরিকায় এ বার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দেখা যেতে পারে কমপক্ষে ২০ জন ভারতীয়কে। তাঁদের মধ্যে মহিলাই ১৩ জন। ১৭ জন আবার হোয়াইট হাউসের অন্দরে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন। আমেরিকার মোট জনসংখ্যার ১ শতাংশ ভারতীয় হলেও, আগের কোনও সরকারে এক সঙ্গে এত জন ভারতীয়কে দেখা যায়নি।

আক্ষরিক অর্থেই দু’দিন পরে হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন জো বাইডেন। ২০ জানুয়ারি দেশের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলা কমলা হ্যারিসও ভারতীয় বংশোদ্ভূত। এ ছাড়াও গুরুত্বপূর্ণ পদগুলিতে একাধিক ভারতীয়কে বেছে নিয়েছেন ভাবী প্রেসিডেন্ট। অনেককে মনোনীতও করেছেন। শপথগ্রহণের পর তাঁরা পদ পাবেন কি না, তা পাকা হয়ে যাবে।

এই তালিকায় প্রথমেই রয়েছেন বনিতা গুপ্ত। বিচার বিভাগের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল পদে তাঁকে মনোনীত করেছেন বাইডেন। প্রাক্তন ফরেন সার্ভিস আধিকারিক উজরা জেয়াকে বিদেশ দফতরের আন্ডার সেক্রেটারি মনোনীত করা হয়েছে। ফার্স্ট লেডি জিল বাইডেনের পলিসি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন মালা আদিগা। গরিমা বর্মা ফার্স্ট লেডির দফতরের ডিজিটাল ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি পদে এসেছেন সাবরিনা সিংহ। সার্জন জেনারেল হিসেবে মনোনয়ন করা হয়েছে বিবেক মূর্তিকে।

আরও পড়ুন: কো-উইন অ্যাপে সমস্যা, ১৮ তারিখ পর্যন্ত টিকাকরণ বন্ধ রাখার সিদ্ধান্ত মহারাষ্ট্রে​

কাশ্মীরি বংশোদ্ভূত আয়েশা শাহ হোয়াইট হাউস ডিজিটাল স্ট্র্যাটেজি বিভাগের পার্টনারশিপ ম্যানেজার পদে নিযুক্ত হয়েছেন। সমীরা ফজিলি ন্যাশনাল ইকনমিক কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর পদটি পেতে পারেন। ভরত রামমূর্তি হোয়াইট হাউস ন্যাশনাল ইকনমিক কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর নিযুক্ত হয়েছেন।

বারাক ওবামা ঘনিষ্ঠ গৌতম রাঘবনও বাইডেনের আমলে হোয়াইট হাউসে ফিরছেন। প্রেসিডেনশিয়াল পার্সোনেল দফতরের ডেপুটি ডিরেক্টর হচ্ছেন তিনি। বাইডেনের ঘনিষ্ঠ বৃত্তে জায়গা পাচ্ছেন বিনয় রেড্ডি। হবু প্রেসিডেন্টের বক্তৃতা লেখার দায়িত্ব পাচ্ছেন তিনি। বাইডেনের অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি হচ্ছেন বেদান্ত পটেল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলেও ৩ ভারতীয় জায়গা পেতে চলেছেন।

এ ছাড়াও হোয়াউট হাউসের জলবায়ু নীতি নির্ধারণ বিভাগের অন্যতম সিনিয়র উপদেষ্টা হচ্ছেন সনিয়া অগরওয়াল। হোয়াইট হাউস কোভিড রেসপন্স টিমের নীতি উপদেষ্টা হচ্ছেন বিদূর শর্মা। হোয়াইট হাউস কাউন্সিলে দুই মহিলা নেহা গুপ্ত এবং রিমা শাহকে নিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ‘সম্মান’ প্রকল্পের মাঝেই মধ্যপ্রদেশে ৩ দফায় গণধর্ষণ ১৩ বছরের কিশোরীকে​

ভারতীয়দের পাশাপাশি হোয়াইট হাউসের অন্দরে ঢুকতে চলেছেন পাকিস্তান বংশোদ্ভূত আলি জাইদি, শ্রীলঙ্কান-আমেরিকান রোহিনী কোসোগ্লু এবং বাংলাদেশি-আমেরিকান জেইন সিদ্দিকি। তবে তাঁর সরকারে ভারতীয়রা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন, নির্বাচনী প্রচার চলাকালীনই তা জানিয়ে দিয়েছিলেন বাইডেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy