Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Coronavirus

ভোটের আমেরিকায় নয়া রেকর্ড সংক্রমণে

মোট সংক্রমিতের সংখ্যা কোটি ছুঁইছুঁই আমেরিকায়, ৯৮ লক্ষ ছাড়িয়ে।

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ০৪:৫১
Share: Save:

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে আমেরিকায়। এর মধ্যেই হুড়মুড়িয়ে বাড়ছে করোনা-সংক্রমিতের সংখ্যা। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় ধরা পড়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১১১২ জনের।

মোট সংক্রমিতের সংখ্যা কোটি ছুঁইছুঁই আমেরিকায়, ৯৮ লক্ষ ছাড়িয়ে। আর এক-দু’দিনেই ১ কোটির গণ্ডি পেরোবে। মৃত্যু ২ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি। এ অবস্থায় গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ রোজ ৯০ হাজার ছাড়াচ্ছে। এক দিনে ৯৯ হাজার ছাড়িয়ে সম্প্রতি নতুন রেকর্ড হয়েছে আমেরিকায়। জন্স হপকিন্সের রিপোর্ট অনুযায়ী, গত মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত, ৯৯,৬৬০ জন নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবারই ভোট ছিল আমেরিকায়।

আমেরিকা বরাবরই করোনা-তালিকার শীর্ষে রয়েছে। তবে গত কয়েক সপ্তাহের পরিস্থিতির জন্য ভোট-উৎসবকেই দায়ী করছে বিশেষজ্ঞদের একাংশ। শেষ মুহূর্তের একের পর এক প্রচারসভা, আর তার পরে ভোটদান। সংক্রমণ রুখতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু লাখো মানুষ বুথে গিয়েও ভোট দিয়েছেন ৩ নভেম্বর। এর মধ্যে আবার কৃষ্ণাঙ্গদের উপরে অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে পোর্টল্যান্ডে। আজ আবার ডেমোক্র্যাট ও রিপাবলিকান, দুই দলের সমর্থকদের মধ্যে মারপিট চলে পোর্টল্যান্ড, ডেনভার, মিনিয়াপোলিসে। ওয়াশিংটন ডিসিতে ছুরি হামলায় আহত অন্তত তিন জন। এ সব ঘটনাক্রমে সংক্রমণ আরওইবাড়বে বলে আশঙ্কা তৈরি হচ্ছে।

করোনা মোকাবিলায় ব্রিটেনে দ্বিতীয় দফার লকডাউন শুরু হল আজ থেকে। শেষ হবে ডিসেম্বরের ৩ তারিখে। নিয়ম ভাঙলেই জরিমানা। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘‘এমন নয় যে, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু এই কড়াকড়িই এখন সব চেয়ে নিরাপদ রাস্তা।’’

ও দিকে ভাইরাস সম্পর্কে নিত্যনতুন তথ্য উঠে আসছে। ‘জার্নাল অব ক্লিনিক্যাল ইমিউনোলজি অ্যান্ড ইমিউনোথেরাপি’-র একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কোভিড-১৯ থেকে সেরে উঠলেও মানসিক দ্বন্দ্বের শিকার হচ্ছেন অনেকে। বেশির ভাগ ক্ষেত্রে বয়স্করা। স্বাদ-গন্ধের ক্ষমতা হারানো, মাথার যন্ত্রণা, শ্বাসকষ্টের পাশাপাশি এই রোগ দেখা দিচ্ছে। যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে ‘ডেলিরিয়াম’। রোগটি হল— মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। বাস্তবের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে রোগী। ইউরোপের বিশেষজ্ঞদের কথায়, ‘‘অনেকের মধ্যেই এই লক্ষণ দেখা দিচ্ছে।’’ এর থেকে আরও একটা জিনিস স্পষ্ট হচ্ছে। কেন্দ্রীয় স্নায়ুতন্দ্রে আঘাত হানছে নভেল করোনাভাইরাস।

অন্য বিষয়গুলি:

Coronavirus US US Election Results 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy