রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তার বদলে এ বার প্রতিদান চাইলেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, অস্ত্র সহায়তার বিনিময়ে আমেরিকাকে ১৭টি বিরল খনিজ দিক ইউক্রেন।
এই খনিজগুলিতে গুরুত্বপূর্ণ ম্যাগনেটিক ও ইলেকট্রোকেমিক্যাল উপাদান রয়েছে। স্মার্ট ফোন, বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি থেকে শুরু করে ক্যানসার নিরাময়ের ওষুধ সবেতেই কাজে লাগে এগুলি। ট্রাম্পের দাবি, ইউক্রেনকে আমেরিকা প্রায় ৩০ হাজার কোটি ডলার মূল্যের সহায়তা করেছে। এ বার কিভের প্রতিদানের পালা। প্রসঙ্গত, এই বিরল খনিজের ভান্ডার সবচেয়ে বেশি রয়েছে চিনে। সুতরাং ট্রাম্পের এই দাবি রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ, মত বিশেষজ্ঞদের।
এই বিষয়ে রাশিয়ার বিশেষ টিপ্পনী, রুশ-ইউক্রেন যুদ্ধকে অজুহাত করে নিজের স্বার্থ পূরণ করছেন আমেরিকান প্রেসিডেন্ট। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের মতে, সম্ভবত ইউক্রেন আর বিনামূল্যে সাহায্য পাবে না। ট্রাম্পের এই দাবিকে ‘স্বার্থপরতা’ বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ়।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)