প্রতীকী ছবি।
চিনা টেলিকম সংস্থা হুয়েই-র বিরুদ্ধে দেশের গোপন ও সংবেদনশীল তথ্য চুরির অভিযোগ আগে বহু বার এনেছে আমেরিকান প্রশাসন। এ বার ওই সংস্থার নেটওয়ার্কিং সংক্রান্ত যন্ত্রপাতি সরানোর সিদ্ধান্ত নিল আমেরিকা।
‘কোভিড-১৯ রিলিফ বিল’ নামে ৯০ হাজার কোটি ডলারের বিল পাশ হওয়ার কথা হাউসে। স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, সেই বিলেই শুধুমাত্র টেলিকম পরিষেবার জন্য একশো কোটি ডলারেরও বেশি অর্থ বরাদ্দ করার কথা ভাবা হয়েছে। এর মূল উদ্দেশ্যই হল, হুয়েই সংস্থার সব যন্ত্রপাতি বদল করা। এর পাশাপাশি মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলিকে ওয়াইফাই দেওয়ার জন্যও আলাদা করে ৭০০ কোটি ডলার বরাদ্দ করা হচ্ছে। সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমারও সংবাদমাধ্যমকে গত কাল জানিয়েছেন, আমেরিকান সরকারের এখন মূল উদ্দেশ্য যাতে ছাত্রছাত্রী ও লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত না-হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy