প্রতীকী ছবি
পার্লামেন্টে অনলাইন বিতর্ক চলাকালীনই অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা। বুধবার এই ঘটনার পরে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে। ফল এখনও আসেনি। অলোক আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।
পশ্চিম রিডিং আসন থেকে জিতে আসা এমপি অলোককে গত কাল দেখেও অসুস্থ বলে মনে হচ্ছিল। কথা বলতে বলতে ঘন ঘন রুমাল দিয়ে কপাল মুছছিলেন তিনি। তাঁর মুখপাত্র জানিয়েছেন, অলোকের করোনা পরীক্ষা হয়েছে। যদি পজ়িটিভ হয়, তা হলে মন্ত্রিসভার কত জনকে আইসোলেশনে যেতে হবে, সেটাই এখন জল্পনার বিষয়। কারণ অলোক বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন।
ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন, সিলেক্ট কমিটির বৈঠক সবই এখন অনলাইনে হচ্ছে। ৫০ জন এমপি শুধু হাজির থাকছেন। তবে এই সপ্তাহে একটা ভোটাভুটির ব্যাপারে এমপি-দের আসতে বলা হয়েছিল। ভোটের লাইনে দূরত্ববিধি ঠিক মতো মানা হয়নি বলেও অভিযোগ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy