Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
International News

পাক জঙ্গি গোষ্ঠী লস্করকে ক্রমাগত মদত দিচ্ছে আল কায়েদা: রাষ্ট্রপুঞ্জ

ওয়াকিবহাল মতে একাংশের ধারণা, এই রিপোর্টের পর আন্তর্জাতিক মঞ্চে ধাক্কা খাবে পাকিস্তানের ভাবমূর্তি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১৯:১৩
Share: Save:

পাকিস্তানের মদতেপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবাকে ক্রমাগত সহযোগিতা করে যাচ্ছে আল কায়েদা। সম্প্রতি প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।

সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন যে, তাঁর দেশে এখনও ৩০-৪০ হাজার জঙ্গি রয়েছে, যারা আফগানিস্তান ও কাশ্মীরে লড়াই করছে। এবং তাঁর সরকারই জঙ্গি নিরস্ত্রীকরণে কাজ করে যাচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। তবে ওয়াকিবহাল মতে একাংশের ধারণা, এই রিপোর্টের পর আন্তর্জাতিক মঞ্চে ধাক্কা খাবে পাকিস্তানের ভাবমূর্তি। কূটনৈতিক মহলের একাংশের মতে, পাক সরকার যে জঙ্গিদমনে আন্তরিক, তা-ই বোঝাতে চেয়েছেন ইমরান। তবে এই রিপোর্টর পর জঙ্গিদমনে পাক সরকারের আন্তরিকতা নিয়েই প্রশ্নচিহ্ন উঠছে।

চলতি মাসে রাষ্ট্রপুঞ্জের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিম তাদের ২৪তম রিপোর্ট প্রকাশ করেছে। ওই মনিরটরিং টিম প্রতি ছ’মাস অন্তর আল কায়েদা, আইএস এবং ওই জঙ্গি সংগঠনগুলির সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীদের নিয়ে এ ধরনের রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জমা দেয়।

আরও পড়ুন: সেতুতে গাড়ি রেখে ‘নিরুদ্দেশ’ সিসিডি-র মালিক, এসএম কৃষ্ণার জামাই সিদ্ধার্থ

আরও পড়ুন: রাজ্যসভাতেও পাশ তিন তালাক বিল, বড় জয় মোদী সরকারের

আরও পড়ুন: রাজ্যসভাতেও পাশ তিন তালাক বিল, বড় জয় মোদী সরকারের

রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্ট অনুযায়ী, নিজেদের সংগঠনের জন্য আফগানিস্তানকেই সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করে আল কায়েদা নেতৃত্ব। কারণ, দীর্ঘ দিন ধরেই সেখানকার তালিবানদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে আল কায়েদার। তবে তবে ভবিষ্যতে আল কায়েদার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে। সংগঠনের প্রধান আয়মান মহম্মদ রাবি আল জওয়াহিরির শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এ ধরনের কথা মনে হয়েছে রাষ্ট্রপুঞ্জের ওই মনিটরিং টিমের।

শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানের তালিবানদেরও সামরিক তথা ধর্মীয় প্রশিক্ষকের ভূমিকায় কার্যকরী ভূমিকা পালন করছে আল কায়েদা জঙ্গিরা। রিপোর্টে বলা হয়েছে, ‘‘লস্কর-ই-তইবা এবং হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে ক্রমাগত সহযোগিতা করেই চলেছে আল কায়দা।’’ ওই রিপোর্টে আরও জানানো হয়েছে, তালিবানদের পৃষ্ঠপোষকতায় আফগানিস্তানের বগাখশান-সহ, পাকটিকা প্রদেশের বরমালে নিজেদের ঘাঁটি পোক্ত করতে চায় আল কায়দা।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

Pakistan Terrorism United Nations UN IS Terrorist Imtan Khan Lashkar-e-Taiba Al-Qaeda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy