Advertisement
৩১ ডিসেম্বর ২০২৪
Plane Accident in Canada

দক্ষিণ কোরিয়ার পর এ বার কানাডা! অবতরণের সময় রানওয়েতে পিছলে গেল বিমান, ধরল আগুন

গত কয়েক দিনের ব্যবধানে কাজ়াখস্তানে এবং দক্ষিণ কোরিয়ায় বড় বিমান দুর্ঘটনা ঘটে। রবিবার দক্ষিণ কোরিয়ান মুয়ান বিমানবন্দরে ১৮১ জনকে নিয়ে একটি বিমান ভেঙে পড়ে। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কানাডায় বিমানে আগুন ধরার ঘটনা প্রকাশ্যে এল।

Air Canada aircraft catches fire after scary landing hours after fatal South Korea plane tragedy

কানাডার বিমানবন্দরের রানওয়েতে বিমানে আগুন। ছবি: এক্স (সাবেক টুইটার)।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১১:০৮
Share: Save:

এ বার কানাডার হালিফাস্ক বিমানবন্দরে ঘটল বিমান দুর্ঘটনা। অবতরণের সময় রানওয়েতে পিছলে গেল এয়ার কানাডার একটি বিমান। সঙ্গে সঙ্গে বিমানের একটি অংশে আগুন ধরে যায় বলেও খবর। ঘটনার পরই ওই বিমানবন্দরে কাজ সাময়িক বন্ধ করে দেন কর্তৃপক্ষ। যদিও এখনও পর্যন্ত কানাডার বিমান দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে পর পর বিমান দুর্ঘটনায় বাড়ছে উৎকণ্ঠা।

হালিফাস্ক বিমানবন্দরে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। (যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) ভিডিয়োতে দেখা যাচ্ছে, রানওয়ে দিয়ে ছুটে চলেছে একটি বিমান। সেই বিমানের এক অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ার কানাডার এসি২২৫৯ বিমানটি সেন্ট জন’স থেকে হালিফাস্কে উড়ে আসে। কিন্তু অবতরণের সময়ই বিপত্তি ঘটে।

গত কয়েক দিনের ব্যবধানে কাজ়াখস্তানে এবং দক্ষিণ কোরিয়া বড় বিমান দুর্ঘটনা ঘটে। রবিবার দক্ষিণ কোরিয়ান মুয়ান বিমানবন্দরে ১৮১ জনকে নিয়ে একটি বিমান ভেঙে পড়ে। মাত্র দু’জন বাদে ওই বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। মাটি ছোঁয়ার ঠিক আগে রানওয়ের উপরেই বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মুহূর্তে তাতে আগুন ধরে যায়। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কানাডায় বিমানে আগুন ধরার ঘটনা প্রকাশ্যে এল।

গত ২৫ ডিসেম্বর আজ়ারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে ভেঙে পড়ে কাজ়াখস্তানের উপর। জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন পাইলট। কিন্তু বিমান তাঁর নিয়ন্ত্রণে থাকেনি। ওই বিমানে ৬৭ জন ছিলেন। তাঁদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৯ জনকে।

অন্য বিষয়গুলি:

plane accident Canada
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy