Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Heat Wave Prediction

জুলাইয়ে রেকর্ড, ‘ফুটবে’ বিশ্ব, উদ্বেগ গুতেরেসের

গুতেরেস জানান, উত্তর গোলার্ধ জুড়ে ‘ভয়াবহ গরম’ পড়েছে। তাঁর কথায়, ‘‘গোটা গ্রহের জন্যই এটা একটা বিপর্যয়।’’ গুতেরেসের এ হেন উদ্বেগের পিছনে দায়ী জুলাই মাস।

An image of Antonio Guterres

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ০৯:০৮
Share: Save:

বিশ্ব উষ্ণায়নের যুগ ‘শেষ’! তবে এ কোনও স্বস্তির বার্তা নয়। গরমে এ বার ‘ফুটবে’ গোটা বিশ্ব। এমনটাই বলেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘‘গ্লোবাল ওয়ার্মিং-এর যুগ শেষ। গ্লোবাল বয়েলিং-এর যুগ এসে গিয়েছে।’’ নিউ ইয়র্কে একটি আলোচনাসভায় এমনই মন্তব্য করেছেন তিনি। উষ্ণায়ন নিয়ন্ত্রণে অবিলম্বে জোরদার পদক্ষেপ করার বার্তা দিয়েছেন রাষ্ট্রনেতাদের।

গুতেরেস জানান, উত্তর গোলার্ধ জুড়ে ‘ভয়াবহ গরম’ পড়েছে। তাঁর কথায়, ‘‘গোটা গ্রহের জন্যই এটা একটা বিপর্যয়।’’ গুতেরেসের এ হেন উদ্বেগের পিছনে দায়ী জুলাই মাস। এ বছর জুলাই মাস পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে। জার্মানির লাইপজ়িগ বিশ্ববিদ্যালয় একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দাবি করা হয়েছে, গত ১ লক্ষ ২০ হাজার বছরে এত উত্তপ্ত জুলাই দেখেনি পৃথিবী। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর কাছে থাকা তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে উত্তপ্ত জুলাই ছিল ২০১৯ সালে। সে বছর ১৭৪ বছরের (এই পর্যন্ত তথ্য রয়েছে) রেকর্ড ভেঙেছিল উষ্ণতা। এ বার গরম আরও বেড়েছে।

সাধারণত জুলাই মাসে বিশ্বের গড় তাপমাত্রা (গ্লোবাল মিন টেম্পারেচর) থাকে ১৬ ডিগ্রি সেলসিয়াস (দক্ষিণ গোলার্ধের শীতকালীন তাপমাত্রা জুড়ে এই হিসাব)। এ বছর জুলাই মাসে বিশ্বের গড় তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। ১ ডিগ্রি বেশি। লাইপজ়িগের জলবায়ু বিজ্ঞানী কার্স্টেন হস্টেন বলেন, ‘‘লক্ষ বছর আগে হয়তো এমন উত্তপ্ত পরিবেশ ছিল পৃথিবীর। আমরা সেই জায়গায় ফিরে যাচ্ছি।’’ লক্ষ বছর আগের বিশদ ও স্পষ্ট তথ্য স্বাভাবিক ভাবেই বিজ্ঞানীদের হাতে নেই। কিন্তু তাতেও আন্দাজ গত ১ লক্ষ ২০ হাজার বছরে এমন গরম দেখেনি পৃথিবী।

গুতেরেস আজ বলেন, ‘‘জলবায়ু পরিবর্তন সবে শুরু হয়েছে। বিশ্ব উষ্ণায়নের যুগ শেষ। পৃথিবী এ বার গরমে ফুটবে।’’ তিনি জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব পড়তে চলেছে, তা আগেই অনুমান করেছিলেন বিশেষজ্ঞেরা। বারবার সতর্কও করেছিলেন। তাঁর কথায়, ‘‘শুধু চমকে যাওয়ার মতো বিষয় হল, এত দ্রুত এটা হবে, তা কেউ টের পাননি। করুণ পরিণতি হতে চলেছে।’’

অন্য বিষয়গুলি:

Heat Wave Prediction Climate Change Global Warming Antonio Guterres
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy