Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Afghanistan War

Afghanistan Flag: জামা বদলানোর মতোই বারবার বদলেছে পতাকা,গত ১০০ বছরে এই নিয়ে ১৮ বার

১০০ বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার মুহূর্ত থেকে আজ পর্যন্ত অন্তত ১৮ বার বদলেছে এই পতাকা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১৭:২২
Share: Save:
০১ ১৪
বদলে গিয়েছে আফগানিস্তানের চেনা পতাকা। তালিবানের সাদা পতাকা উড়ছে রাজধানী কাবুলের মসনদে। যার বিরোধিতা করে উত্তরে জালালাবাদ-সহ দু’টি শহরে প্রতিরোধও গড়ে উঠেছে। তালিবানের পতাকা সরিয়ে পূর্বতন সরকারের জাতীয় পতাকা তোলা হয়েছে সেখানে রাস্তায় রাস্তায়।  তবে এই প্রথমবার আফগানিস্তানের পতাকা বদল হল না। ১০০ বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার মুহূর্ত থেকে আজ পর্যন্ত অন্তত ১৮ বার বদলেছে এই পতাকা।

বদলে গিয়েছে আফগানিস্তানের চেনা পতাকা। তালিবানের সাদা পতাকা উড়ছে রাজধানী কাবুলের মসনদে। যার বিরোধিতা করে উত্তরে জালালাবাদ-সহ দু’টি শহরে প্রতিরোধও গড়ে উঠেছে। তালিবানের পতাকা সরিয়ে পূর্বতন সরকারের জাতীয় পতাকা তোলা হয়েছে সেখানে রাস্তায় রাস্তায়। তবে এই প্রথমবার আফগানিস্তানের পতাকা বদল হল না। ১০০ বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার মুহূর্ত থেকে আজ পর্যন্ত অন্তত ১৮ বার বদলেছে এই পতাকা।

০২ ১৪
১৯০১ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছেন সম্রাট হবিবুল্লাহ খান। তাঁর রাজত্বে যে পতাকার প্রচলন হয় তার মাঝে একটি মসজিদের ছবি ছিল। মসজিদের ঠিক নীচে ছিল গুন চিহ্নের মতো অবস্থানে দু’টি তরোয়ালের ছবি। এই পুরোটাকে ঘিরে ছিল একটি ফুলের গোলাকার মালা।

১৯০১ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছেন সম্রাট হবিবুল্লাহ খান। তাঁর রাজত্বে যে পতাকার প্রচলন হয় তার মাঝে একটি মসজিদের ছবি ছিল। মসজিদের ঠিক নীচে ছিল গুন চিহ্নের মতো অবস্থানে দু’টি তরোয়ালের ছবি। এই পুরোটাকে ঘিরে ছিল একটি ফুলের গোলাকার মালা।

০৩ ১৪
১৯২১ সালে ব্রিটিশদের হাত থেকে পুরোপুরি মুক্তিলাভ করে আফগানরা। তখন রাজা ছিলেন আমানুল্লাহ খান। তিনি পতাকার ভিতরের মসজিদের ছবি একটু বদলে দিলেন। নীচে তরোয়ালের আকারও খুব ছোট করে দিলেন এবং ঘিরে থাকা গোলাকার ফুলের মালার বদলে আট চূড়া বিশিষ্ট একটি নকশা এঁকে দিলেন। নতুন রূপের পতাকা পেল আফগানিস্তান।

১৯২১ সালে ব্রিটিশদের হাত থেকে পুরোপুরি মুক্তিলাভ করে আফগানরা। তখন রাজা ছিলেন আমানুল্লাহ খান। তিনি পতাকার ভিতরের মসজিদের ছবি একটু বদলে দিলেন। নীচে তরোয়ালের আকারও খুব ছোট করে দিলেন এবং ঘিরে থাকা গোলাকার ফুলের মালার বদলে আট চূড়া বিশিষ্ট একটি নকশা এঁকে দিলেন। নতুন রূপের পতাকা পেল আফগানিস্তান।

০৪ ১৪
এর পাঁচ বছর পর ১৯২৬ সালে ফের তিনি পতাকার নক্সা বদলে দিলেন। চারপাশের আট চূড়াবিশিষ্ট নক্সা বদলে ফের আগের গোলাকার ফুলের মালা নিয়ে আনলেন। পতাকায় কোনও তরোয়ালের নক্সা ছিল না এ বার।

এর পাঁচ বছর পর ১৯২৬ সালে ফের তিনি পতাকার নক্সা বদলে দিলেন। চারপাশের আট চূড়াবিশিষ্ট নক্সা বদলে ফের আগের গোলাকার ফুলের মালা নিয়ে আনলেন। পতাকায় কোনও তরোয়ালের নক্সা ছিল না এ বার।

০৫ ১৪
১৯২৯ সাল। রাজা হবিবুল্লাহ কালাকানির আমলে ফের পাল্টে যায় পতাকা। লাল, কালো, সাদা— তিন রঙে তৈরি হয় নতুন পতাকা। ওই বছরই হবিবুল্লাহকে সরিয়ে সিংহাসনে বসেন পূর্বতন রাজা আমানুল্লার তুতো ভাই মহম্মদ নাদির শাহ। তাঁর জমানায় ফের পতাকার নকশার কিছুর বদল ঘটালেন তিনি। এ বার তিন রঙের পতাকার মাঝে আমানুল্লার সেই আট চূড়া ঘেরা মসজিদের নকশা বসিয়ে নতুন ভাবে সামনে আনলেন পতাকা। আগের লাল,কালো, সাদা রং বদলে হল মাঝে লাল এবং দু’দিকে কালো এবং সবুজ।

১৯২৯ সাল। রাজা হবিবুল্লাহ কালাকানির আমলে ফের পাল্টে যায় পতাকা। লাল, কালো, সাদা— তিন রঙে তৈরি হয় নতুন পতাকা। ওই বছরই হবিবুল্লাহকে সরিয়ে সিংহাসনে বসেন পূর্বতন রাজা আমানুল্লার তুতো ভাই মহম্মদ নাদির শাহ। তাঁর জমানায় ফের পতাকার নকশার কিছুর বদল ঘটালেন তিনি। এ বার তিন রঙের পতাকার মাঝে আমানুল্লার সেই আট চূড়া ঘেরা মসজিদের নকশা বসিয়ে নতুন ভাবে সামনে আনলেন পতাকা। আগের লাল,কালো, সাদা রং বদলে হল মাঝে লাল এবং দু’দিকে কালো এবং সবুজ।

০৬ ১৪
চার বছর পর ১৯৩৩ সালে খুন হন মহম্মদ নাদির শাহ। সিংহাসনে আসীন হলেন তাঁর ছেলে মহম্মদ জাহির শাহ। পতাকার রং এক রেখে ভিতরের নকশা একটু বদলে ফেললেন তিনি। ১৯৭৩ সাল পর্যন্ত এই পতাকাই আফগানিস্তানের প্রতীক ছিল।

চার বছর পর ১৯৩৩ সালে খুন হন মহম্মদ নাদির শাহ। সিংহাসনে আসীন হলেন তাঁর ছেলে মহম্মদ জাহির শাহ। পতাকার রং এক রেখে ভিতরের নকশা একটু বদলে ফেললেন তিনি। ১৯৭৩ সাল পর্যন্ত এই পতাকাই আফগানিস্তানের প্রতীক ছিল।

০৭ ১৪
১৯৭৩ সালে মহম্মদ দাউদ খান ক্ষমতায় এলেন। পতাকায় উল্লিখিত সাল মুছে দিলেন। বাকিটা একই রাখলেন। এক বছর এই ভাবেই ছিল। ১৯৭৪ সালে পতাকার তিনটি রঙের অবস্থান বদলে দিলেন এবং তার এক পাশে ডানা মেলে থাকা ঈগল পাখির একটি নকশা যোগ করলেন।

১৯৭৩ সালে মহম্মদ দাউদ খান ক্ষমতায় এলেন। পতাকায় উল্লিখিত সাল মুছে দিলেন। বাকিটা একই রাখলেন। এক বছর এই ভাবেই ছিল। ১৯৭৪ সালে পতাকার তিনটি রঙের অবস্থান বদলে দিলেন এবং তার এক পাশে ডানা মেলে থাকা ঈগল পাখির একটি নকশা যোগ করলেন।

০৮ ১৪
১৯৭৮ সালে কমিউনিস্টদের হাতে খুন হন দাউদ। আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হলেন নুর মহম্মদ তারিকি। তিনরঙা পতাকা পরিণত হল পুরো লাল রঙে। এক পাশে গমের ছবি দিয়ে ঘেরা একটি শব্দ। যার অর্থ ‘জনগণ’।

১৯৭৮ সালে কমিউনিস্টদের হাতে খুন হন দাউদ। আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হলেন নুর মহম্মদ তারিকি। তিনরঙা পতাকা পরিণত হল পুরো লাল রঙে। এক পাশে গমের ছবি দিয়ে ঘেরা একটি শব্দ। যার অর্থ ‘জনগণ’।

০৯ ১৪
১৯৭৯ সালের সেপ্টেম্বরে খুন হন নুর মহম্মদ। তাঁর উত্তরসূরি হলেন হাফিজুল্লা আমিন। ওই বছর ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের পরিস্থিতির উপর হস্তক্ষেপ করে বাবরাক কারমালকে নতুন প্রেসিডেন্ট করে দেয়। তারপর ফের একবার বদলে ফেলা হয় পতাকা।

১৯৭৯ সালের সেপ্টেম্বরে খুন হন নুর মহম্মদ। তাঁর উত্তরসূরি হলেন হাফিজুল্লা আমিন। ওই বছর ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের পরিস্থিতির উপর হস্তক্ষেপ করে বাবরাক কারমালকে নতুন প্রেসিডেন্ট করে দেয়। তারপর ফের একবার বদলে ফেলা হয় পতাকা।

১০ ১৪
ছ’বছর পর ফের নতুন প্রেসিডেন্ট পেল আফগানিস্তান। এ বার মহম্মদ নাজিবুল্লাহ। প্রেসিডেন্টের বদলের সঙ্গে তাল মিলিয়ে আরও একবার বদলে গেল পতাকা।

ছ’বছর পর ফের নতুন প্রেসিডেন্ট পেল আফগানিস্তান। এ বার মহম্মদ নাজিবুল্লাহ। প্রেসিডেন্টের বদলের সঙ্গে তাল মিলিয়ে আরও একবার বদলে গেল পতাকা।

১১ ১৪
১৯৯২ সালে কাবুলের দখল নেয় মুজাহিদিন। বুরহানুদ্দিন রব্বানি হলেন নতুন প্রেসিডেন্ট। তাঁর আমলে ফের পতাকা বদলে যায় অনেকটাই। সবুজ, কালো এবং সাদা— এই তিন রঙে সেজে ওঠে পতাকা। আমানুল্লা এবং নাদির শাহের আমলে পতাকার মাঝে যে নকশা ছিল, সেই দুইয়ের মিশেলে নতুন নকশা বানানো হল।

১৯৯২ সালে কাবুলের দখল নেয় মুজাহিদিন। বুরহানুদ্দিন রব্বানি হলেন নতুন প্রেসিডেন্ট। তাঁর আমলে ফের পতাকা বদলে যায় অনেকটাই। সবুজ, কালো এবং সাদা— এই তিন রঙে সেজে ওঠে পতাকা। আমানুল্লা এবং নাদির শাহের আমলে পতাকার মাঝে যে নকশা ছিল, সেই দুইয়ের মিশেলে নতুন নকশা বানানো হল।

১২ ১৪
রব্বানির সময়ে গৃহযুদ্ধ শুরু হয় মুজাহিদিনের। ধীরে ধীরে কাবুলের দখল নিয়ে নিল তালিবান। ১৯৯৬ সালে আফগানিস্তানে তালিবান-শাসন শুরু হল। সাদা কাপড়ের মাঝে কালো হরফে শাহদা লেখা পতাকা উড়ল কাবুলে।

রব্বানির সময়ে গৃহযুদ্ধ শুরু হয় মুজাহিদিনের। ধীরে ধীরে কাবুলের দখল নিয়ে নিল তালিবান। ১৯৯৬ সালে আফগানিস্তানে তালিবান-শাসন শুরু হল। সাদা কাপড়ের মাঝে কালো হরফে শাহদা লেখা পতাকা উড়ল কাবুলে।

১৩ ১৪
২০০১ সালে আফগানিস্তানের দখল নেয় আমেরিকার সেনা। রব্বানি ফের ক্ষমতায় ফিরলেন। তাঁর সঙ্গে ফের আরও একবার পতাকার বদল ঘটল। এরপর প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আমলে ২০০৪ এবং তারপর ২০১৩ সালে, আশরফ গনির আমলে ২০১৪ সালে পতাকা বদলায়।

২০০১ সালে আফগানিস্তানের দখল নেয় আমেরিকার সেনা। রব্বানি ফের ক্ষমতায় ফিরলেন। তাঁর সঙ্গে ফের আরও একবার পতাকার বদল ঘটল। এরপর প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আমলে ২০০৪ এবং তারপর ২০১৩ সালে, আশরফ গনির আমলে ২০১৪ সালে পতাকা বদলায়।

১৪ ১৪
২০২১ এর অগস্টে ফের আফগানিস্তানের সিংহভাগ দখল করে নেয় তালিবান। ফের কাবুলের মসনদে নিজেদের পতাকা উড়িয়ে দেয় তালিবান।

২০২১ এর অগস্টে ফের আফগানিস্তানের সিংহভাগ দখল করে নেয় তালিবান। ফের কাবুলের মসনদে নিজেদের পতাকা উড়িয়ে দেয় তালিবান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy