ছবি: টুইটার
তালিবানের গুপ্তঘাঁটিতে আফগানিস্তান বায়ুসেনার হামলা। আর সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা দফতর। জেহারি জেলায় অবস্থিত জঙ্গিদের সেই ঘাঁটিতে সকলেরই মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সেনা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কী ভাবে ক্ষেপণাস্ত্র হামলায় মুহূর্তে গুঁড়িয়ে যাচ্ছে ওই গুপ্তঘাঁটি। সরকারি তথ্য অনুযায়ী আফগানিস্তানের একাধিক শহরে তালিবান ও আফগান সেনার লড়াইয়ে ২৫০ জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি। শেষ ২৪ ঘণ্টার এই পরিসংখ্যান প্রকাশ করেছে আফগান সরকার।
রবিবার সকালেই খবর আসে, কন্দহরে রাষ্ট্রপুঞ্জের একটি দফতরে হামলা চালায় জঙ্গিরা। যদিও তালিবান এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি শনিবার রাতে তালিবান তিনটি রকেট হামলা চালায় কন্দহর বিমানবন্দরে। সেখানে কিছু ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা।
এক দিকে তালিবান যেমন দাবি করছে, আফগানিস্তানের বেশিরভাগ অংশ দখলে রয়েছে তাদের, পাল্টা আফগান প্রশাসন দাবি করেছে, পরিস্থিতি এখনও সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে। তালিবান দাবি করেছে, লস্কর গাহ ও হেলমন্দ এলাকা এখন দখল করা বাকি। কিন্তু আফগান সরকার বলছে, তালিবান কূটনৈতিক চাপ তৈরি করার জন্য এই কথা প্রচার করছে। বাস্তবের চিত্রটা এমন নয়।
#Taliban terrorists hideouts were targeted by #AAF in Zherai district of #Kandahar province yesterday. Tens of #terrorists were killed and wounded as result of the #airstrike. pic.twitter.com/mM1uVyeXMu
— Ministry of Defense, Afghanistan (@MoDAfghanistan) August 1, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy