শাটারস্টক থেকে নেওয়া প্রতীকী চিত্র।
অনেকে অনেক কিছুর ভয় পান, তার অনেক কিছুই অমূলকও হতে পারে। যেমন কেউ হয়তো ভূতের কথা ভেবে ভয় পান। আবার নিজের মনেই ভাবেন, ভূত বলে কিছু হয় না। আবার কেউ হয়তো প্রাতকৃত্যের সময় ভাবেন, কমোড থেকে যদি সাপ মুখ বাড়ায়। ভাবছেন এটাও একটা অমূলক ভয়? কিন্তু এই ভিডিয়ো দেখলে আর হয়তো সে সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না।
এক মার্কিন চ্যানেলের আবহবিদ পেটন ম্যালন তাঁর ভেরিফায়েড হ্যান্ডল একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখান দেখা যাচ্ছে, কমোড থেকে একটি সাপ মুখ বাড়াচ্ছে। আর সেই সাপটিকে সেখান থেকে যেন বের করার চেষ্টা হচ্ছে। একটি গল্ফ খেলার স্টিক দিয়ে সাপটিকে বের করার চেষ্টা হচ্ছে।
ভিডিয়োটি ১৭ অগস্ট পোস্ট হয় টুইটারে। পেটন ভিডিয়োটি পোস্ট করে জানিয়েছেন, ওয়েস্ট টেক্সাস থেকে তাঁর এক বন্ধু তাঁকে ভিডিয়োটি পাঠিয়েছেন। এমন একটি ভিডিয়ো পোস্ট হওয়ার পর ভাইরাল হতে সময় নেয়নি। তিন দিনেই ভিডিয়োটি ২৩ লাখের বেশি বার দেখা হয়েছে।
আরও পড়ুন: পার্কের মধ্যে স্বচ্ছ কাচের এই শৌচালয় ব্যবহার করার সাহস আছে?
আরও পড়ুন: যে উহান থেকে বিশ্বে করোনা ছড়িয়ে পড়ল, সেখানে কী ভাবে পার্টি চলছে দেখুন
দেখুন সেই ভিডিয়ো:
I always thought this was an irrational fear of mine...apparently not. Friend out in west Texas found this. 😳😳😳 pic.twitter.com/jd23gbLkGF
— Payton Malone WWL-TV (@paytonmalonewx) August 16, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy