যুদ্ধজাহাজ ইন্ডিয়ানাপলিস। ছবি: টুইটার।
৭২ বছর পর সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ডুবে যাওয়া যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষের। ইন্ডিয়ানাপলিস নামে এই যুদ্ধজাহাজটি ছিল মার্কিন নৌসেনার। প্রশান্ত মহাসাগরের ১৮ হাজার ফুট গভীরে তার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলে শনিবার জানিয়েছে মার্কিন নৌসেনা।
৩০ জুলাই ১৯৪৫। পরমাণু বোমা তৈরির উপকরণ মার্কিন বাহিনীর কাছে পৌঁছে দিয়ে ফিরছিল যুদ্ধজাহাজ ইন্ডিয়ানাপলিস। ঠিক তখনই জাপানি সাবমেরিন টর্পেডো হামলা চালায় তার উপর। যার জেরে মাত্র ১২ মিনিটের মধ্যেই বিশালাকার এই জাহাজটি ডুবে যায় সমুদ্রগর্ভে। এক হাজার ১৯৬ জন ক্রু মেম্বারের মধ্যে বেঁচে যান আটশো জন। এঁদের মধ্যে অবশ্য বাঁচানো সম্ভব হয় মাত্র ৩১৬ জনকে। বাকিদের বেশির ভাগই অনাহার এবং ডিহাইড্রেশনে মারা যান।
আরও পড়ুন:
ক্রাইম থ্রিলার লেখক নিজেই খুনি! পুলিশি জালে ২২ বছর পর
আন্টার্কটিকায় বরফের তলায় ৯১ আগ্নেয়গিরি!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy