এই ছবি ঘিরেই তোলপাড়। টুইটার থেকে নেওয়া।
আফগানিস্তানে তালিবান বিরোধী মুখ হিসেবে উঠে এসেছিলেন গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্। পরিস্থিতি যেমনই হোক, একটি বইয়ের আলমারির সামনে বসে সালেহ্ নিয়মিত সমর্থকদের বার্তা দিতেন। তাঁদের বরাভয় দিয়ে বলতেন, ধৈর্য ধরলেই খেলা ঘুরবে!
শুক্রবার সালেহ্-র ভাই রোহুল্লাকে নৃশংস ভাবে খুন করে তালিবান। আর তার পরই ভাইরাল হল একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, সালেহ্ যে বইয়ের আলমারির সামনে বসে নিয়মিত বার্তা রেকর্ড করতেন, সেই আলমারির সামনে বন্দুক হাতে পোজ দিয়ে ছবি তুলেছেন এক তালিবান যোদ্ধা। তা হলে কি আমরুল্লার ডেরাতেও তালিবানি কব্জা? প্রতিরোধের কি ইতি? ছবিটি শেয়ার করেছেন, আফগানিস্তানের একাধিক তালিবান পন্থী সাংবাদিক।
Various sources indicate that Rohullah Saleh, brother of @AmrullahSaleh2 has been killed in fighting in #Panjshir.
— Hamza Azhar Salam (@HamzaAzhrSalam) September 10, 2021
Pro #Taliban accounts are sharing this picture claiming that #Talibans have entered the library where #AmrullahSaleh sent a video message a few days ago. #Panjsher pic.twitter.com/DM0S6Olbu3
একই বইয়ের আলমারির সামনে বসে সালেহ্ শেষ যে বার্তাটি রেকর্ড করেছিলেন, তাতে বলেছিলেন, শরীরে শেষ রক্তবিন্দু থাকতে তিনি তালিবানের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়ে যাবেন। পঞ্জশির ছেড়ে কোথাও যাবেন না। তার কয়েক দিনের মধ্যেই সেই আলমারির সামনে বসে তালিবান যোদ্ধার ছবি প্রকাশ্যে এল। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি পঞ্জশির উপত্যকায় তালিবান বিরোধী প্রতিরোধ শেষ?
দ্বিতীয় বার আফগানিস্তান দখলের পর থেকেই তালিবান দাবি করছে, পঞ্জশির প্রদেশেও তাঁদের নিয়ন্ত্রণ কায়েম স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু বারবারই তালিবানের দাবি উড়িয়ে দিয়েছে আমরুল্লা সালেহ-আহমেদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। এ বার প্রকাশ্যে এল এমন এক ছবি, যা দেখিয়ে তালিবান দাবি করছে, সমস্ত প্রতিরোধের ইতি। সালেহ্ কি তালিবানি দাবি ভুল প্রমাণ করতে প্রকাশ্যে আসবেন? আফগানিস্তানে তালিবান বিরোধী প্রতিরোধ নির্ভর করছে তার উপর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy