৭৫ সাইজের জুতো পরে গ্রিগোরে লুপ। টুইটার থেকে নেওয়া ছবি।
কত সাইজের জুতো পরেন? ৫, ৭, ৮ বা ৯ অথবা কেউ ১০। আপনার এই ১০ সাইজের জুতো ইউরোপের হিসাবে ৪২-৪৩ সাইজ। এবার আপনি কল্পনা করুন, কোনও জুতোর মাপ যদি যদি ইউরোপিয়ান হিসেবে ৭৫ সাইজের হয় তবে তার আকার কেমন হবে। রোমানিয়ার এক চর্মকার এমনই এক উইন্টার বুট বানিয়েছেন, যার মাপ ৭৫। আর এই জুতো বানানোর পিছনে তাঁর একটি বিশেষ উদ্দেশ্যও রয়েছে।
রোমানিয়ার গ্রিগোরে লুপ নামের এক চর্মকার এই জুতো বানিয়েছেন। করোনা কালে এটি পরে বেরলে আশপাশের মানুষ একটু তফাতেই থাকেন। অর্থাৎ জুতোর আকারের জন্য মানুষকে বাধ্য হয়েই সরে দাঁড়াতে হবে। ফলে সামাজিক দূরত্ব মেনে চলা আরও সহজ হবে। কেউ চাইলেও খুব কাছে ঘেঁষে দাঁড়াতে পারবেন না।
লুপ জানিয়েছেন, অতিমারির কালে তিনি এক সময় লক্ষ করেন, মানুষ খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন। আর ২ জন যখন মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছেন, তখন এমনিতেই করোনা ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। তাই তিনি ঠিক করেন এমন জুতো বানাবেন, যা মানুষকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কথা বলতে বাধ্য করবে। সেই ভাবনা থেকে তিনি মে মাসে বাজারে আনেন এই ৭৫ সাইজের জুতো। যা এখন তিনি গোটা বিশ্বে বিক্রি করছেন।
romanian cobbler, grigore lup created size 75 leather shoes as a way for wearers to practice social distancing after noticing ppl weren’t following guidelines. the shoes take 2 days to make and cost £90/$115. if 2 people wore the shoes, facing each other, they’d be 1.5M apart. pic.twitter.com/bAboQLqq03
— 𝒸𝒽𝒶𝓁𝓊𝓀𝓎𝒶 (@balenciogre) June 24, 2020
Romanian cobbler keeps people apart with size 75 shoes https://t.co/TKi8XZalGK pic.twitter.com/Pm350XiCML
— Reuters (@Reuters) May 29, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy