রবিবার সকালে ঘটনাটি যখন ঘটে তখন বিমানটি ওহায়োর আপার অ্যারিংটনের আকাশে। ছবি : টুইটার।
যাত্রীদের নিয়ে আকাশে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই আগুন ধরল বিমানে। বিপদ এড়াতে প্রায় সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণ করল সেই বিমান। ওহায়োর এই ঘটনায় পাইলটের যথাসময়ে নেওয়া সিদ্ধান্তে প্রাণে বেঁচে গিয়েছেন বহু যাত্রী। যদিও বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটিতে আগুন ধরার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
রবিবার সকালে ঘটনাটি যখন ঘটে তখন বিমানটি ওহায়োর আপার অ্যারিংটনের আকাশে। কাছেই বিমানবন্দর থেকে সবে উড়েছে। বিমানটিতে আগুন জ্বলতে দেখা যায় মাটি থেকেই। আপার অ্যারিংটনের বাসিন্দারা জানিয়েছেন, বিমানের ডানার নীচের ইঞ্জিনের জায়গা থেকে আগুনের গোলা ছিটকে বেরোচ্ছিল। ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। বিমান দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কায় বাড়ি থেকে বেরিয়ে পড়েন মানুষ। পুলিশকেও খবর দেন কেউ কেউ। ঘটনাটির ভিডিয়ো রেকর্ডিংও করেন অনেকে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
যে বিমানটিতে আগুন লেগেছিল, সেটি রবিবার সকাল ৭টা ৪৫মিনিটে উড়েছিল ওহায়োর জন গ্লেন কলম্বিয়াস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। রওনা হয়েছিল ফিনিক্সের উদ্দেশে। দ্য আমেরিকান এয়ারলাইন ১৯৫৮ এর বোয়িং ৭৩৭ বিমানটি আকাশে ওড়ার সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণ করে। ফিরে আসে ওহায়ো বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই বিমানবন্দর কর্মীরা আগুন নেভানোর ব্যবস্থা করেন। নিরাপদে নামিয়ে আনা হয় যাত্রীদেরও।
Taken from Upper Arlington, Ohio. AA1958. pic.twitter.com/yUSSMImaF7
— CBUS4LIFE (@Cbus4Life) April 23, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy