শহরে বাইকের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছিল। সেই সঙ্গে বাড়ছিল দুর্ঘটনার সংখ্যাও। শহরের রাস্তাকে তাই সুরক্ষিত করতে দু’হাজার ‘বেআইনি’ বাইক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
টুইটে এরিক লেখেন, ‘রাস্তায় অবৈধ বাইকের সংখ্যা বাড়ছিল। সেই সঙ্গে বাড়ছিল বাইকবাহিনীর দৌরাত্ম্যও। বাজেয়াপ্ত করা বাইকগুলিকে গুঁড়িয়ে দিয়ে সেই সব বাইকারকে বার্তা দিলাম, দৌরাত্ম্য কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এই কাজ করার চেষ্টা করলে বাইকের এমন হালই হবে!’
Illegal dirtbikes and ATVs endanger the lives of New Yorkers. We're not letting them go unchecked.
— Mayor Eric Adams (@NYCMayor) June 21, 2022
This year we've already taken nearly 2,000 bikes off the street and we're just getting started.
Get the message: you want to terrorize our neighborhoods?
You'll get crushed. pic.twitter.com/snHjqfWr90
এরিক একটি ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি খোলা জায়গায় দু’হাজার বাইক দাঁড় করানো। সেই বাইকগুলিকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। সেই ভিডিয়োই এখন ভাইরাল।