Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
International news

দু’ফুটের পাত্রের সঙ্গে ছয় ফুট লম্বা পাত্রীর বিয়ে! এলাহি আয়োজন, নিমন্ত্রিত ১৩ দেশের বহু অতিথি

জাঁকজমকপূর্ণ এই বিয়ের আয়োজন কার জন্য?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১২:১০
Share: Save:
০১ ১৬
বিদেশে গ্র্যান্ড রিসেপশন। এলাহি আয়োজন। ১৩টা দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা। জাঁকজমকপূর্ণ এই বিয়ের আয়োজন কার জন্য?

বিদেশে গ্র্যান্ড রিসেপশন। এলাহি আয়োজন। ১৩টা দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা। জাঁকজমকপূর্ণ এই বিয়ের আয়োজন কার জন্য?

০২ ১৬
যদি ভেবে থাকেন কোনও সেলিব্রিটির কথা বলছি, তা হলে খুব একটা ভুল ভাবছেন না। টেলিভিশনের পর্দায় হয়তো দেখা যায় না তাঁকে, তবে আক্ষরিক অর্থে তিনি সেলিব্রিটিই।

যদি ভেবে থাকেন কোনও সেলিব্রিটির কথা বলছি, তা হলে খুব একটা ভুল ভাবছেন না। টেলিভিশনের পর্দায় হয়তো দেখা যায় না তাঁকে, তবে আক্ষরিক অর্থে তিনি সেলিব্রিটিই।

০৩ ১৬
পাকিস্তানের বুরহান ক্রিস্টি। ছোটবেলায় পোলিওয় আক্রান্ত হয়েছিলেন বুরহান। দুর্ভাগ্যবশত তিনি হাঁটাচলার ক্ষমতা হারান। হুইলচেয়ারই তাঁর ভরসা।

পাকিস্তানের বুরহান ক্রিস্টি। ছোটবেলায় পোলিওয় আক্রান্ত হয়েছিলেন বুরহান। দুর্ভাগ্যবশত তিনি হাঁটাচলার ক্ষমতা হারান। হুইলচেয়ারই তাঁর ভরসা।

০৪ ১৬
মাত্র দুই ফুট লম্বা বুরহান তাঁর কাছের লোকেদের কাছে অবশ্য বোবো নামেই পরিচিত। বুরহানের সর্বক্ষণের সঙ্গী ওই বিদ্যুত্চালিত হুইলচেয়ারই।

মাত্র দুই ফুট লম্বা বুরহান তাঁর কাছের লোকেদের কাছে অবশ্য বোবো নামেই পরিচিত। বুরহানের সর্বক্ষণের সঙ্গী ওই বিদ্যুত্চালিত হুইলচেয়ারই।

০৫ ১৬
সম্প্রতি নরওয়ের অসলোয় এলাহি আয়োজনে তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ফউজিয়াকে বিয়ে করলেন।

সম্প্রতি নরওয়ের অসলোয় এলাহি আয়োজনে তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ফউজিয়াকে বিয়ে করলেন।

০৬ ১৬
ফউজিয়া ছয় ফুট লম্বা। ভালবাসা যে বাঁধনছাড়া, তা ফের প্রমাণ করলেন বুরহান-ফউজিয়া।

ফউজিয়া ছয় ফুট লম্বা। ভালবাসা যে বাঁধনছাড়া, তা ফের প্রমাণ করলেন বুরহান-ফউজিয়া।

০৭ ১৬
বোবোর স্ত্রী ফউজিয়া পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা। বোবোর প্রতি তাঁর ভালবাসা কতটা?

বোবোর স্ত্রী ফউজিয়া পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা। বোবোর প্রতি তাঁর ভালবাসা কতটা?

০৮ ১৬
কতটা ভালবাসেন তা ভাষায় প্রকাশ করা যায় না বলে জানিয়েছেন ফউজিয়া। নিজের হাতে বোবোর নামের ট্যাটু করে রেখেছেন তিনি, এক সংবাদমাধ্যমকে ফউজিয়া নিজেই জানিয়েছেন এ কথা।

কতটা ভালবাসেন তা ভাষায় প্রকাশ করা যায় না বলে জানিয়েছেন ফউজিয়া। নিজের হাতে বোবোর নামের ট্যাটু করে রেখেছেন তিনি, এক সংবাদমাধ্যমকে ফউজিয়া নিজেই জানিয়েছেন এ কথা।

০৯ ১৬
বুরহান-ফউজিয়ার বিয়েতে ১৩টা দেশের অতিথিরা আমন্ত্রিত ছিলেন। নিজের বিয়েতে পঞ্জাবি গানে ‘নেচে’ আসর মাতিয়েছেন বোবো।

বুরহান-ফউজিয়ার বিয়েতে ১৩টা দেশের অতিথিরা আমন্ত্রিত ছিলেন। নিজের বিয়েতে পঞ্জাবি গানে ‘নেচে’ আসর মাতিয়েছেন বোবো।

১০ ১৬
হুইলচেয়ারে বসে ফউজিয়ার হাত ধরে তিনি বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন। অতিথিরা সকলেই হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানান।

হুইলচেয়ারে বসে ফউজিয়ার হাত ধরে তিনি বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন। অতিথিরা সকলেই হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানান।

১১ ১৬
বোবোর পরনে ছিল ফর্ম্যাল শার্ট-ব্লেজার আর ফউজিয়া পরেছিলেন হালকা রঙের লেহেঙ্গা।

বোবোর পরনে ছিল ফর্ম্যাল শার্ট-ব্লেজার আর ফউজিয়া পরেছিলেন হালকা রঙের লেহেঙ্গা।

১২ ১৬
সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় বোবো। তাঁর বিয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োয় বোবোকে হিন্দি সিনেমার ডায়ালগ বলতেও শোনা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় বোবো। তাঁর বিয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োয় বোবোকে হিন্দি সিনেমার ডায়ালগ বলতেও শোনা গিয়েছে।

১৩ ১৬
পোলিও আক্রান্ত বোবো কিন্তু ভীষণ এলাহি জীবনযাপন করেন। তিনি একা হাতে অনেক ব্যবসা সামলান। তার মধ্যে বোবো লাইফস্টাইল, শুটস্ অ্যান্ড ম্যানেজমেন্ট অন্যতম। ব্যবসার সূত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে‌ন তাঁর বন্ধুরা।

পোলিও আক্রান্ত বোবো কিন্তু ভীষণ এলাহি জীবনযাপন করেন। তিনি একা হাতে অনেক ব্যবসা সামলান। তার মধ্যে বোবো লাইফস্টাইল, শুটস্ অ্যান্ড ম্যানেজমেন্ট অন্যতম। ব্যবসার সূত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে‌ন তাঁর বন্ধুরা।

১৪ ১৬
এ ছাড়া নরওয়েতে সলমন খানের ‘বিইং হিউম্যান’ অভিযানেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।

এ ছাড়া নরওয়েতে সলমন খানের ‘বিইং হিউম্যান’ অভিযানেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।

১৫ ১৬
২০১৭ সালে বিশ্বের বেস্ট ইনস্পিরেশনাল পারসন অ্যাওয়ার্ড পান তিনি। নায়ক-নায়িকা থেকে ক্রিকেটারদের সঙ্গে নিত্য ওঠাবসা তাঁর। বোবোর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলে তার বহু প্রমাণ মেলে।

২০১৭ সালে বিশ্বের বেস্ট ইনস্পিরেশনাল পারসন অ্যাওয়ার্ড পান তিনি। নায়ক-নায়িকা থেকে ক্রিকেটারদের সঙ্গে নিত্য ওঠাবসা তাঁর। বোবোর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলে তার বহু প্রমাণ মেলে।

১৬ ১৬
বিয়ের অনুষ্ঠানের শেষে তিনি ফউজিয়ার হাত ধরে জানান, “আমরা লভ ম্যারেজ করেছি। সুখী দম্পতি হওয়ার চেষ্টা করব আমরা।”

বিয়ের অনুষ্ঠানের শেষে তিনি ফউজিয়ার হাত ধরে জানান, “আমরা লভ ম্যারেজ করেছি। সুখী দম্পতি হওয়ার চেষ্টা করব আমরা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy