২০০১-এর ৯ সেপ্টেম্বরের সেই হামলায় নিহত হন প্রায় ৩,০০০ মানুষ। গ্যালারির পাতায় ৯/১১ হামলা এবং পুনর্নির্মাণের ছবি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
মাত্র ১০২ মিনিটে বদলে গিয়েছিল আমেরিকা। বদলে গিয়েছিল সারা পৃথিবী। আল কায়দার বিমান হামলায় ভেঙে পড়েছিল নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার। ২০০১-এর ১১ সেপ্টেম্বরের সেই হামলায় নিহত হন প্রায় ৩,০০০ মানুষ। গ্যালারির পাতায় ৯/১১ হামলা এবং পুনর্নির্মাণের ছবি।
০২১৬
৯/১১ হামলার ১৯-তম বর্ষপূর্তিতে হাডসন নদীর তীরে নিউ ইয়র্ক শহরের আকাশরেখা। লেজার রশ্মিতে তৈরি করা হয়েছে ‘টুইন টাওয়ার’।
০৩১৬
নবনির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে পটভূমিকায় রেখে সাবওয়ে স্টেশনে ঢুকছেন যাত্রী।
০৪১৬
৯/১১ হামলার বর্ষপূর্তির আগের রাতে নিউ ইয়র্ক শহর।
০৫১৬
গ্রাউন্ড জিরোতে রাখা হয়েছে বন্ধুত্বের হলদে গোলাপ।
০৬১৬
দু’দশক আগের হামলায় নিহতের স্মৃতিতে লাল গোলাপের ভালবাসা।
০৭১৬
মিলে গেলেন স্বজন হারানো দু’জন।
০৮১৬
স্ট্যাচু অব লিবার্টির পটভূমিতে মাথা তুলেছে নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।
০৯১৬
হামলার আগে নিউ ইয়র্কের আকাশরেখায় যেমন ছিল টুইন টাওয়ার।
১০১৬
টুইন টাওয়ারের দ্বিতীয়টির দিকে ধেয়ে যাচ্ছে দ্বিতীয় আত্মঘাতী বিমান।
১১১৬
দু’টি টাওয়ারেই তত ক্ষণে ঢুকে পড়েছে দু’টি বিমান।
১২১৬
আগুন ধরে গিয়েছে দু’টি টাওয়ারেই।
১৩১৬
স্ট্যাচু অব লিবার্টির পিছনের আকাশ ঢেকে গিয়েছে কালো ধৌঁয়ায়।
১৪১৬
আমেরিকার গর্ব চুরমার। ধ্বংসস্তূপে পরিণত টুইন টাওয়ার।
১৫১৬
ধ্বংসস্তূপে জীবনের খোঁজ।
১৬১৬
ধ্বস্ত দমকলকর্মী। সারা শরীর ঢাকা ছাইয়ে। ছবি: ফাইল ও রয়টার্স।