Advertisement
০৫ নভেম্বর ২০২৪

পাহাড়ে ফিরছেন ঘিসিঙ্গ, প্রার্থী দেওয়ারও ভাবনা

ভোটের পারদ চড়তেই পাহাড়ে ফেরার গোছগাছ শুরু করলেন সুবাস ঘিসিঙ্গ। আসন্ন লোকসভা ভোটে জিএনএলএফ প্রার্থী দেবে বলেও দলীয় সূত্রে জানানো হয়েছে। তবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আপত্তি নয়, মোর্চার কেন্দ্রীয় কমিটির এক নেতা জানান, সুবাস ঘিসিঙ্গ পাহাড়ে ফিরতে চাইলে মানবিক কারণেই তাঁকে স্বাগত জানানো হবে।

দার্জিলিঙে সুবাস ঘিসিঙ্গের বাড়ির চারধার পরিষ্কার করছেন জিএনএলএফের কর্মী-সমর্থকেরা। ছবি: রবিন রাই।

দার্জিলিঙে সুবাস ঘিসিঙ্গের বাড়ির চারধার পরিষ্কার করছেন জিএনএলএফের কর্মী-সমর্থকেরা। ছবি: রবিন রাই।

রেজা প্রধান
দার্জিলিং শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০৩:৩৫
Share: Save:

ভোটের পারদ চড়তেই পাহাড়ে ফেরার গোছগাছ শুরু করলেন সুবাস ঘিসিঙ্গ।

আসন্ন লোকসভা ভোটে জিএনএলএফ প্রার্থী দেবে বলেও দলীয় সূত্রে জানানো হয়েছে। তবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আপত্তি নয়, মোর্চার কেন্দ্রীয় কমিটির এক নেতা জানান, সুবাস ঘিসিঙ্গ পাহাড়ে ফিরতে চাইলে মানবিক কারণেই তাঁকে স্বাগত জানানো হবে।

শিলিগুড়ির মাটিগাড়ায় ভাড়াবাড়ি আপাতত তাঁর ঠিকানা। দার্জিলিং শহরে নিজের তিন লা বাড়ি ছেড়ে বছর ছ’য়েক আগেই নেমে আসতে হয়েছিল তাঁকে। সোমবার দার্জিলিঙের জাকির হোসেন রোডের সেই বাড়ির ঘরদোর সাফসুতরো করা শুরু হতেই গুঞ্জন শুরু হয়েছে। জিএনএলএফ সূত্রে দাবি, চলতি মাসেই ঘিসিঙ্গ দার্জিলিঙের বাড়িতে আসবেন। তবে সেখানে পাকাপাকি ভাবে থাকবেন কি না তা স্পষ্ট করা হয়নি।

এ দিন তাঁর বাড়ির সামনে জনা পঁচিশ সমর্থককে বাড়ির জঞ্জাল সাফ করতে দেখা যায়। কবে ফিরছেন ঘিসিঙ্গ? সাফসুতরো করার কাজ শুরু হতেই ভিড় করা জনতার প্রশ্ন শুরু হয়েছে। জিএনএলএফের কার্শিয়াঙের শাখা কমিটির আহ্বায়ক নিমা লামা বলেন, “সম্ভবত এ সপ্তাহেই তিনি পাহাড়ে আসবেন। তিনি নিজেই বাড়ি সাফ করে রাখতে নির্দেশ পাঠিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে দিন কয়েক আগে কয়েক জন ঘনিষ্ঠকে দার্জিলিঙে পাঠিয়ে ছিলেন তিনি।”

২০০৮-এর জুলাইয়ে পাহাড় ছেড়ে সমতলে নামতে বাধ্য হন সুবাস ঘিসিঙ্গ। প্রায় তিন বছর পরে গত বিধানসভা ভোটের সময়ে তিনি অবশ্য পাহাড়ে ফিরেছিলেন। কিন্তু ভোট শেষ হওয়ার পরেই নেমে গিয়েছিলেন সমতলে। বিধানসভা ভোটের পরে অবশ্য আরও এক বার পাহাড়ে ফিরেছিলেন জিএনএলএফ সুপ্রিমো। তবে দার্জিলিং নয়, গত বছরের ৫ অক্টোবর কার্শিয়াং শহর লাগোয়া কয়েকটি এলাকায় ঘুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে তিনি ফিরে গিয়েছিলেন মাটিগাড়ার ঠিকানায়।

অন্য বিষয়গুলি:

reza pradhan darleeling ghising gnlf
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE