Advertisement
০৫ নভেম্বর ২০২৪

দেড় বছরের উন্নয়নই হাতিয়ার অভিজিতের

জঙ্গিপুরের জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অন্যান্য উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেই আসন্ন ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছেন অভিজিৎ মুখোপাধ্যায়। প্রদেশ কংগ্রেসের বক্তব্য, প্রণববাবু পদত্যাগ করার পরে পঞ্চদশ লোকসভায় খুব বেশি সময় অভিজিৎ হাতে পাননি। কিন্তু সেই দেড় বছরেই (২০১২ সালের অক্টোবর মাস থেকে ২০১৪-র ফেব্রুয়ারি) এলাকায় উন্নয়নের বিভিন্ন কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৪ ০৪:২১
Share: Save:

জঙ্গিপুরের জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অন্যান্য উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেই আসন্ন ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছেন অভিজিৎ মুখোপাধ্যায়।

প্রদেশ কংগ্রেসের বক্তব্য, প্রণববাবু পদত্যাগ করার পরে পঞ্চদশ লোকসভায় খুব বেশি সময় অভিজিৎ হাতে পাননি। কিন্তু সেই দেড় বছরেই (২০১২ সালের অক্টোবর মাস থেকে ২০১৪-র ফেব্রুয়ারি) এলাকায় উন্নয়নের বিভিন্ন কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে সাংসদ উন্নয়ন তহবিল তথা এমপি ল্যাড-এর বাকি টাকার (যেটুকু প্রণববাবুর খরচ করা বাকি ছিল) প্রায় পুরোটাই তিনি বিভিন্ন প্রকল্পে বণ্টন করেছেন। প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার পরে ২০১২ সালের অক্টোবর মাসে উপনির্বাচনে সিপিএমের মুজফ্ফর হুসেনকে হারিয়ে জঙ্গিপুরের সাংসদ হন অভিজিৎবাবু। এই সময়ের মধ্যে সাংসদ তহবিল থেকে পাওয়া গিয়েছে সাড়ে সাত কোটি টাকা। দেখা যাচ্ছে এই টাকার পুরোটাই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বণ্টন করা হয়েছে।

রাজনৈতিক সূত্রের বক্তব্য, ২০০৪ সালে প্রণব মুখোপাধ্যায় লোকসভায় জিতে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই জঙ্গিপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতি অনেক বেড়ে যায়। গত দেড়-দু’বছরে সিএসআর-কে এলাকার উন্নয়নে আরও বেশি যুক্ত করার কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন অভিজিৎও। জমি-জট কাটিয়ে জঙ্গিপুরে সেনা স্টেশনের শিলান্যাস হয়েছে, স্থাপন হয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্র। এ ছাড়া, এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ, দু’টি হাসপাতাল, একটি কলেজ ও একটি বিদ্যুৎ সাবস্টেশন তৈরিতেও অগ্রণী ভূমিকা নিয়েছেন অভিজিৎ।

অন্য বিষয়গুলি:

congress jangipur abhijit mukhopadhyay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE