Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বসন্তে এ বার ‘ডেস্টিনেশন’ হোক পুরুলিয়া

নীল দিগন্তের ক্যানভাসে আপনাকে ডাকছে ফুলের আগুন। এই বসন্তে পাষাণময় দেশে সে তার আঁকাবাঁকা মেঠো পথে ছড়িয়ে রেখেছে সৌরভের শিখা। শুধু জয়ের মালা গাঁথারই অপেক্ষা। ক্রমশ বাড়তে থাকা ভোটের তাপও বুঝি হার মেনে যায় এই আগুন রঙা বসেন্তের উত্তাপের কাছে।

আয় তবে সহচরী...। পুরুলিয়ায় ছবিটি তুলেছেন সুজিত মাহাতো।

আয় তবে সহচরী...। পুরুলিয়ায় ছবিটি তুলেছেন সুজিত মাহাতো।

প্রশান্ত পাল
পুরুলিয়া শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০২:৫৬
Share: Save:

নীল দিগন্তের ক্যানভাসে আপনাকে ডাকছে ফুলের আগুন। এই বসন্তে পাষাণময় দেশে সে তার আঁকাবাঁকা মেঠো পথে ছড়িয়ে রেখেছে সৌরভের শিখা। শুধু জয়ের মালা গাঁথারই অপেক্ষা। ক্রমশ বাড়তে থাকা ভোটের তাপও বুঝি হার মেনে যায় এই আগুন রঙা বসেন্তের উত্তাপের কাছে। উদাস মনে আপনহারা হয়ে গেয়ে ওঠে, ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা...’। এই রঙিন খেলায় আপনিও স্বাগত, বসন্তে ডাকছে পুরুলিয়া।

বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন। রাঙা পলাশের বনে দখিন হাওয়ায় ভেসে যেতে যেতে রবিঠাকুরের গানে বাসন্তিক দিন যাপন। ভুবনডাঙার বাঁধে মরমে রঙের নেশায় দিন ফুরিয়ে নামে রাত। গোল হলুদ চাঁদের রাতে কোপাই ভাসে বাউলিয়া সুরে। — এ সবই বসন্তের শাম্তিনিকেতন। উপচে পড়া ভিড়ের এই বসন্তযাপন সরিয়ে যদি এ বার অন্যরকম দোল কাটাতে চান এ বার দোলে শান্তিনিকেতন নয়, চলুন পুরুলিয়া। পাহাড়ি ঝর্না বা কিংশুকের ঘেরাটোপে পাষাণময় দেশ ডাকছে এই বসন্ত ছুঁয়ে যাক আপনাকে। বসন্তের এই ঘ্রাণ ছড়িয়ে থাকুক আপনার শরীরে। শাল-পিয়ালের বন যেন ডাকছে, অতিথির জন্যে তার দরজা খোলা।

বসন্তের পুরুলিয়ার আকর্ষণ নিজস্ব লোকগান ঝুমুর তো আছেই। সঙ্গে কোথাও লোকনৃত্য নাটুয়া, ছৌয়ের সঙ্গে মিলেমিশে একাকার বীরভূমের বাউল, বাংলার কীর্তন। আছেন রবিঠাকুরও।

গোটা জেলা জুড়েই এ বার বসন্তের অতিথিদের বরণ করে নেওয়ার আয়োজন। মনে হবে এক একটা আখড়ায় জমে উঠেছে আসর। অযোধ্যা পাহাড়ের নীচে ২৩ ও ২৪ মার্চ দু’দিনের আয়োজন শুরু। সেখানে রয়েছে ন্যাড়াপোড়া ও ছৌ। পরের দিন দোলের আনন্দ মিশে থাকবে রবীন্দ্রনৃত্য, আদিবাসী নৃত্য ও ঝুমুরে। আবার ২৩ থেকে ২৫ মার্চ— এই তিন দিন ইস্ট ইন্ডিয়া ট্রাভেলার্স ক্লাবের উদ্যোগে বাঘমুণ্ডির খয়রাবেড়া জলাধারের অদূরেও আয়োজন করা হয়েছে পলাশ উৎসবের।

রঘুনাথপুরের চেলিয়ামাতে মানভূম লোকসংস্কৃতি কেন্দ্রের উদ্যোগেও ২৩-২৪ মার্চ, এই দু’দিন ফাগুনের রঙে রাঙানোর আমন্ত্রণ রয়েছে। সঙ্গে লোকনৃত্য, সাহিত্যের আড্ডা, বৈতালিক-সহ নানা আয়োজন। পযর্টনের উপরে কাজ করছে জয়পুরের এমন একটি সংস্থা এ বার দোলে অতিথিদের পুরুলিয়া ঘুরিয়ে দেখানোর পাশাপাশি আয়োজন করেছে ভ্রাম্যমান অনুষ্ঠানেরও। মুরগুমা জলাধারের অদূরে বা গড়পঞ্চকোটেও বসন্তে এমনই বিচিত্র আয়োজন জেলা জুড়ে। উদ্যোক্তারা অতিথিদের জন্য রাত্রিবাসের আয়োজন করেছেন পুরুলিয়ার নিভৃত প্রকৃতির কোলেই।

আর এ সবেরই সঙ্গে আছে দোল পূর্ণিমার রাতে চাঁদের আলোয় লোক গানের দোলনমায়া। দখিন হাওয়ার মাতনে ‘‘পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন।/ পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন’’ গানের সুরে সে দোলনমায়া সুনিশ্চিত আপনার মরমে দোল জাগাবে এ বার!

অন্য বিষয়গুলি:

travel travel story
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE