জানুয়ারির শীতে রেকর্ড গড়ল ২০২৩ সাল। এরই মধ্যে আরও ৩ দিন রাজ্যে জাঁকিয়ে শীত থাকার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দুপুরে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দিনের তাপমাত্রা খানিক কমলেও আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা প্রায় নেই। তবে আগামী মঙ্গলবার আবার ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালের পর এটাই জানুয়ারি মাসে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। ২০২০ সালেও অবশ্য জানুয়ারি মাসে এক বার শহরে তাপমাত্রার পারদ নেমেছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে।
তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রাজ্যবাসীকে আরও কয়েক দিন ঠান্ডায় কাঁপতে হবে। ঠান্ডার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালবেলা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী কুয়াশা থাকবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন:
কনকনে ঠান্ডায় এমনিতেই কাঁপছে কলকাতা। বইছে উত্তুরে হাওয়া। রোদের দেখা মিললেও গায়ে লাগছে না তাপ। নতুন বছরের শুরুতে জাঁকিয়ে পড়া শীত তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ক’দিন এমনই খেল দেখাবে শীত। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা নেমেছিল ১২ ডিগ্রির ঘরে। যার জেরে শীতলতম দিন ছিল শহরে। তবে সেই নজির ভেঙে গিয়েছে শুক্রবারই। কলকাতার পাশাপাশি শীতের কামড় অব্যাহত রয়েছে জেলাতেও।