Advertisement
৩০ অক্টোবর ২০২৪
আচার্য সদনে সিআরপিএফ।

আচার্য সদনে সিআরপিএফ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২২ ২৩:১০
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৯ মে ২০২২ ২১:১৮

এসএসসি ভবন থেকে বেরোলেন সিদ্ধার্থ

এসএসসি-র সদর দফতর আচার্য সদনে গিয়েছিলেন বিকেল ৩টে নাগাদ গিয়েছিলেন সিদ্ধার্থ মজুমদার। রাত ৯টা নাগাদ সেখান থেকে বেরিয়ে সিদ্ধার্থ বললেন, ‘‘আদালতের নির্দেশ মতোই কাজ হয়েছে।’’  প্রসঙ্গত, আচার্য ভবনের ডেটা রুম সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। 

timer শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১১:৪১ key status

শুনানি হতে পারে বৃহস্পতিবার দুপুরে

এসএসসি-র আইনজীবী আদালতে জানান, সচিবকে সকালে অফিসে ঢুকতে দেওয়া হয়নি। এখন আদালতের নতুন নির্দেশ মতো তিনি অফিসে যাবেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবেন সচিব। বৃহস্পতিবার দুপুর ৩টের সময় এই মামলার শুনানি হতে পারে।

 

 

Advertisement
timer শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১১:৪০ key status

রাতের নির্দেশে বদল আদালতের

বুধবার রাতের নির্দেশে কিছু বদল আনল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নতুন নির্দেশ, কমিশনের চেয়ারম্যান এবং চেয়ারম্যানের উপদেষ্টাও এসএসসি প্রধান কার্যালয় আচার্য সদনে ঢুকতে পারবে। এখন থেকে আচার্য সদনে ঢুকতে পারবেন কমিশনের চেয়ারম্যান, স্টেনো, সেক্রেটারি, অ্যাসিটেন্ট সেক্রেটারি এবং চেয়ারম্যান উপদেষ্টা। এ ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।

timer শেষ আপডেট: ১৯ মে ২০২২ ০৮:২৪ key status

গেট টপকে ভিতরে সিআরপিএফ

প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করার পর গেট টপকে ভিতরে প্রবেশ করে কেন্দ্রীয় বাহিনী।  

timer শেষ আপডেট: ১৯ মে ২০২২ ০৮:২৪ key status

গভীর রাতে পৌঁছয় সিআরপিএফ

রাত ২টো ৫০ মিনিটে সিআরপিএফ পৌঁছে যায় আচার্য সদনে। অভিযোগ, তাদের প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। গেট বন্ধ ছিল। ভিতরে থাকা পুলিশকেও বাইরে বেরোতে দেওয়া হয়নি।

timer শেষ আপডেট: ১৯ মে ২০২২ ০৮:২১

আচার্য সদনে এখনও সিআরপিএফ

এসএসসির দফতর আচার্য সদন ঘিরে রেখেছে সিআরপিএফ। দুপুর ১টা পর্যন্ত তাদের থাকার কথা। সাড়ে ১২টা থেকে শুরু হবে সিসিটিভি নজরদারি। 

Advertisement
timer শেষ আপডেট: ১৯ মে ২০২২ ০৮:২০

দুপুর ১২টার মধ্যে এসএসসি-র সচিবকে সিসিটিভি ফুটেজ আনার নির্দেশ

বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে এসএসসি-র সচিবকে সিসিটিভি ফুটেজ নিয়ে আসতে হবে আদালতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE