আচার্য সদনে সিআরপিএফ।
এসএসসি-র সদর দফতর আচার্য সদনে গিয়েছিলেন বিকেল ৩টে নাগাদ গিয়েছিলেন সিদ্ধার্থ মজুমদার। রাত ৯টা নাগাদ সেখান থেকে বেরিয়ে সিদ্ধার্থ বললেন, ‘‘আদালতের নির্দেশ মতোই কাজ হয়েছে।’’ প্রসঙ্গত, আচার্য ভবনের ডেটা রুম সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।
এসএসসি-র আইনজীবী আদালতে জানান, সচিবকে সকালে অফিসে ঢুকতে দেওয়া হয়নি। এখন আদালতের নতুন নির্দেশ মতো তিনি অফিসে যাবেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবেন সচিব। বৃহস্পতিবার দুপুর ৩টের সময় এই মামলার শুনানি হতে পারে।
বুধবার রাতের নির্দেশে কিছু বদল আনল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নতুন নির্দেশ, কমিশনের চেয়ারম্যান এবং চেয়ারম্যানের উপদেষ্টাও এসএসসি প্রধান কার্যালয় আচার্য সদনে ঢুকতে পারবে। এখন থেকে আচার্য সদনে ঢুকতে পারবেন কমিশনের চেয়ারম্যান, স্টেনো, সেক্রেটারি, অ্যাসিটেন্ট সেক্রেটারি এবং চেয়ারম্যান উপদেষ্টা। এ ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।
প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করার পর গেট টপকে ভিতরে প্রবেশ করে কেন্দ্রীয় বাহিনী।
রাত ২টো ৫০ মিনিটে সিআরপিএফ পৌঁছে যায় আচার্য সদনে। অভিযোগ, তাদের প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। গেট বন্ধ ছিল। ভিতরে থাকা পুলিশকেও বাইরে বেরোতে দেওয়া হয়নি।
এসএসসির দফতর আচার্য সদন ঘিরে রেখেছে সিআরপিএফ। দুপুর ১টা পর্যন্ত তাদের থাকার কথা। সাড়ে ১২টা থেকে শুরু হবে সিসিটিভি নজরদারি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy